আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসনের প্রার্থী বাংলাদেশ সুপ্রীম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহাজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেছেন, সুষ্ঠু নির্বাচনের আশ্বাসে আমরা নির্বাচনে এসেছি। আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হোক। ভোটাররা তাদের ভোটারাধিকার প্রয়োগ করুক। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হোক। ফটিকছড়ি আর সন্ত্রাস আতঙ্কের এলাকা নয়, স্মার্ট ফটিকছড়ি হিসেবে গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ফটিকছড়ি আর সন্ত্রাস আতঙ্কের এলাকা নয়, স্মার্ট ফটিকছড়ি হিসেবে গড়ে উঠবে। সর্বত্র হাই স্পিড ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা হবে, বেকারত্ব হ্রাসে আইটি ট্রেনিং সেন্টার গড়ে তোলা হবে। সকল প্রধান রাস্তা হবে ৪ লেনের, কোন সড়ক কাঁচা থাকবে না। স্টেডিয়াম, পর্যটন ও শিশুপার্ক গড়ে তোলা হবে। এখানে বড় বড় শিল্প কারখানা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প নগরী গড়ে তোলা হবে। প্রয়োজনীয় চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হবে। ফলে অর্থনীতির গতি ও জীবনমান বাড়বে।
তিনি আরও বলেন, আমাদের প্রধান টার্গেট হবে দুর্নীতির মূলোৎপাটন করা। কারণ জনগণের কল্যাণের পথে দুর্নীতি প্রধান বাঁধা। “কাউকে পেছনে ফেলে নয়” এই নীতিতে আমরা সকল নাগরিকের জীবনমান উন্নয়নে বহুমুখী পদক্ষেপ নেয়ার রূপরেখা ইতোমধ্যে প্রকাশ করেছি।
আমরা দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখের সাথে আছি। তাদের আশা আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করেছি। এখন সময় এসেছে তাদের জন্য বৃহত্তর পরিসরে কিছু করার। ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, আমার শক্তি সততা, মানবপ্রেম ও জনগণের সাথে অটুট সম্পৃক্ততা। তাই আশা করি সচেতন নাগরিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করে মানুষের ভাগ্যোন্নয়নে আমাকে একতারা মার্কায় ভোট দিবেন।
এ সময় উপস্থিত ছিলেন, মঞ্জুরুল আনোয়ার চৌধুরী, মোহাম্মদ ইব্রাহিম মিয়া মাইজভান্ডারী, মোহাম্মদ জসিম উদ্দিন, মওলানা মোহাম্মদ মোজাম্মেল প্রমুখ।







