বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ, ১৪৩২, ২৪ রজব, ১৪৪৭

পাহাড়ে শুঁটকি তৈরি করে চমকে দিলেন সজিব চাকমা

মো. সোহেল রানা, দীঘিনালা

খাগড়াছড়ির দীঘিনালায় কাঁচা মাছ থেকে শুঁটকি তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন সজিব চাকমা নামে এক তরুণ উদ্যোক্তা। এলাকায় গড়ে তুলেছেন শুটকি তৈরির কারখানা। বিক্রি হচ্ছে স্থানীয় ভাবে ও অনলাইনে। এতে তিনি নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদেরও স্বপ্ন দেখাচ্ছেন।

জানা গেছে, জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নে শুটকি তৈরির কারখানা গড়ে তুলেছেন সজিব চাকমা। প্রায় এক একর জমি লিজ নিয়ে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে কাঁচা মাছ নিয়ে এসে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে রোদে শুকিয়ে তৈরি করছেন শুঁটকি ।তার শুঁটকি তৈরি করা প্রক্রিয়া দেখতে ও কিনতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। এসব শুঁটকির মধ্যে রয়েছে বেশ জনপ্রিয় ছুরি মাছ, শাপলা পাতা ও হাঙ্গর মাছসহ আরও নানা ধরনের মাছ। ছুরি শুঁটকি ৬শ থেকে ১৪শ টাকা কেজি, শাপলা পাতা ৮শ থেকে ১৪শ ও হাঙ্গর ৪শ থেকে ১৮শ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সজিব চাকমা বলেন, আমি উচ্চ মাধ্যমিক পাশ করার পর অর্থের অভাবে আর পড়ালেখা করতে পারিনি। ভাড়ায় মোটরসাইকেল চালাতাম। আমি প্রথমে স্থানীয়ভাবে বিষ ও কেমিক্যাল মুক্ত সিদল(নাপ্পি) তৈরি করে বিক্রি করি। এতে দারুণ সাড়া পাই। সিদল(নাপ্পি) শুধু স্থানীয় সম্প্রদায়ের লোকেরা খায়। পাহাড়ি ও বাঙালিদের মাঝে শুঁটকি একটি জনপ্রিয় খাবার। তাই আমি কক্সবাজার ও চট্টগ্রাম থেকে সামুদ্রিক কাঁচা মাছ কিনে এনে ভালোভাবে পরিষ্কার করে প্রাকৃতিকভাবে রোদে শুকিয়ে শুঁটকি তৈরি করে বিক্রি করছি।

তিনি আরও বলেন, আমার এ শুঁটকি স্থানীয় লোকজন এসে কিনে নিয়ে যায় এবং অনলাইনেও অর্ডার আসে। এখন পাইকারিভাবে শুঁটকি বিক্রি করিনি। গতমাসে প্রথম বিক্রি করে প্রায় ৭০/৮০ হাজার টাকা লাভ হয়েছে। সরকারিভাবে সহযোগিতা পেলে ব্যবসা আরো প্রসারিত করতে পারব।

বাবুছড়া ইউনিয়ন চেয়ারম্যান গগন বিকাশ চাকমা বলেন, আমার ইউনিয়ন প্রত্যন্ত এলাকায়। সজিব চাকমার মত উদ্যোক্তা নিজের প্রচেষ্টায় সিদল(নাপ্পি) ও বিভিন্ন প্রজাতির মাছের অর্গানিক শুঁটকি তৈরি করছে। সজিব চাকমা শুঁটকি তৈরিতে এলাকার বেকার ৮/১০ জন বেকারের কর্মসংস্থান হয়েছে। স্থানীয়ভাবে সজিরেব শুঁটকির চাহিদা বেশি থাকায় তার বাড়ি থেকে অনেকে এসে শুঁটকি নিয়ে যায়। আমি আশা করি তাকে দেখে এলাকার শিক্ষিত বেকার ছেলেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবে।

দীঘিনালা স্যানিটারি ইন্সপেক্টর(নিরাপদ খাদ্য) তুজিম চাকমা বলেন, সজিব চাকমা সম্পর্ন অর্গানিকভাবে শুঁটকি তৈরি করছে। স্বাস্থ্যহানী হয় এমন কোন ধরনের কেমিক্যাল ব্যবহার করেন না তিনি। তারপরও নিবিড় পর্যবেক্ষণের জন্য তিন ধরনের নমুনা সংগ্রহ করে ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছে। কারণ সজিব চাকমা কাঁচা মাছগুলো কক্সবাজার ও চট্টগ্রাম থেকে নিয়ে আসে সেখানে কোন ধরনের কেমিক্যাল মিশানো হয় কিনা পরীক্ষা করার জন্য।

দীঘিনালা উপজেলা মৎস্য কর্মকর্তা অবর্না চাকমা বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত সম্প্রদায়ের মাঝে সামুদ্রিক মাছের শুঁটকি খুব জনপ্রিয় খাবার। সজিব চাকমা সামুদ্রিক বিভিন্ন প্রকার কাঁচা মাছ এনে প্রকৃতিকভাবে রৌদে শুকিয়ে শুঁটকি তৈরি করছে। সকল ধরনের পুষ্টির গুনগতমান বজায় রেখে স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাতকরণের অনুরোধ করা হয়েছে। তবে তিনি যদি কোন মাধ্যম ছাড়া সরাসরি আড়তদার অথবা জেলেদের কাছে থেকে মাছ আনতে পারত তবে শুটকির স্বাদ গুণ অনেক বৃদ্ধি পেত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

 জামায়াতসহ ১১ দলের সমঝোতা ১০ শতাংশ আসন উন্মুক্ত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের শরিক ১১ দলের মধ্যে আসন সমঝোতার আলোচনা চললেও এখনও চূড়ান্ত ঐকমত্যে

বিস্তারিত »

জাদুকরি গুণে ১৪ হলুদ দুধ

দুধ খাওয়ার রয়েছে অসংখ্য উপকারিতা। তবে শীতে ঋতু পরিবর্তনের ঠান্ডা আবহাওয়ায় নানা রোগের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করতে নিয়মিত হলুদ দুধ খাওয়ায় অভ্যাসের বিকল্প নেই

বিস্তারিত »

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানে বিরোধীদের সমর্থন করায়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে

বিস্তারিত »

রুমিন ফারহানার : পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

সরাইল উপজেলায় অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলায় তার

বিস্তারিত »

মাটির চুলায় কী রান্না করছেন জয়া আহসান

কনকনে শীতের সকালে গ্রামবাংলার পরিবেশে সময় কাটাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শীতের মোটা কাপড় গায়ে

বিস্তারিত »

মাদুরোকে পাঠানো হলো ব্রুকলিনের বন্দিশিবিরে

নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী/ফাইল ছবি: এএফপি ভেনেজুয়েলার বন্দি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ব্রুকলিনের একটি বন্দিশিবিরে পাঠানো হয়েছে। এর আগে বিশেষ অভিযান চালিয়ে মাদুরো এবং তার

বিস্তারিত »

সাড়ে চুয়াল্লিশ বছর আগে যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সমাহিত করা হয়, সেই জিয়া উদ্যানে স্বামীর পাশেই শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার বিকালে

বিস্তারিত »

নিজ হাতে খালেদা জিয়াকে শায়িত করলেন তারেক রহমান

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে সবার আগে নেমেছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিজ হাতে মাকে

বিস্তারিত »

সত্যি প্রেমে পড়েছেন শুভ-ঐশী

চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী এবং নায়ক আরিফিন শুভ-দুজনেই ব্যক্তিজীবনে যথেষ্ট আড়ালপ্রিয়। কাজ ছাড়া তাদের খুব একটা দেখা মেলে না। সোশ্যাল হ্যান্ডেলেও একেবারে সীমিত উপস্থিতি। তবু

বিস্তারিত »