যুব সমাজের অবক্ষয় রোধে খেলাধুলার ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম কোয়ালিটি স্পোর্টস একাডেমি মাঠে চট্টগ্রাম উইজার্ড আয়োজিত ব্যাটল অফ দ্য ব্যাচেস এসএসসি ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে উক্ত মন্তব্য করেন তিনি।
সুজন বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। এজন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতিও সকলের মনোযোগী হওয়া প্রয়োজন। ছাত্র ও যুবকদের অপরাধ ও অবক্ষয় থেকে মুক্ত রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। আমাদের তরুন সমাজকে ওয়েবভিত্তিক বিভিন্ন এন্টারটেইনমেন্ট অ্যাপসগুলোর আসক্তি থেকে বের করে আনতে হবে। এজন্য মাঠের সংখ্যা বাড়াতে হবে বলেও মত প্রকাশ করেন তিনি। তিনি আরো বলেন, চট্টগ্রামের জনসংখ্যার তুলনায় খেলার মাঠ একেবারেই নেই বললেই চলে। তাই নতুন নতুন খেলার মাঠ সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন খোরশেদ আলম সুজন।
চট্টগ্রাম উইজার্ড এর সভাপতি রাজীব বড়ুয়ার সভাপতিত্বে এবং ক্রীড়া সম্পাদক আদনান তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনএইচটি হোল্ডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুহাম্মদ তানসির, আকবর সেভেন গ্রুপের চেয়ারম্যান আলি আকবর, ক্রীড়া সংগঠক মো. নাজিম উদ্দিন, চট্টগ্রাম উইজার্ড এর সাধারণ সম্পাদক জাবেদ তপু প্রমুখ।
ফাইনালে হালিশহর ক্রিকেট একাডেমি ২০০৩ এসএসসি ব্যাচ ও চট্টগ্রাম রয়েলস ২০০২ এসএসসি ব্যাচ মুখোমুখি হয়। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন হালিশহর ক্রিকেট একাডেমি ২০০৩ এসএসসি ব্যাচ এবং রানার আপ হন চট্টগ্রাম রয়েলস ২০০২ এসএসসি ব্যাচ।
টুর্নামেন্টের ৩য় স্থান অর্জন করেন কিং অফ চট্টগ্রাম। টুর্নামেন্টে কিং অফ চট্টগ্রাম ৯৯ ব্যাচের ইমরান হোসেন সেরা ব্যাটসম্যান এবং চট্টগ্রাম উইজার্ড ২০০০ ব্যাচ এর অধিনায়ক সুমন সাহা সেরা বোলার এবং প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন।
ব্যাটল অফ দ্যা ব্যাচেস ক্রিকেট টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিলেন এনএইসটি হোল্ডিং লিমিটেড এবং পাওয়ার্ড বাই স্পন্সর আকবর সেভেন গ্রুপ, মিডিয়া পাটনার এনস্পোর্টস ও ইন্টারনেট প্রোভাইডার চট্টগ্রাম অনলাইন লিমিটেড। খেলা শেষে প্রধান অতিথি সকলের মাঝে পুরস্কার বিতরণ করেন।