চট্টগ্রামের চন্দনাইশে গ্যাসের সিলিন্ডারে হাওয়া ঢুকিয়ে প্রতারণার দায়ে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার বাগিচাহাট শিপনের গ্যাস গোডাউনে এই অভিযান চালানো হয়।
জানা গেছে, সিলিন্ডারে গ্যাস সরিয়ে হাওয়া ঢুকিয়ে গ্রাহকের সঙ্গে প্রতারণা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগিচাহাট শিপনের গ্যাস গোডাউনে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। এ সময় সিলিন্ডারে গ্যাস কম দিয়ে তার পরিবর্তে হাওয়া ঢুকিয়ে প্রতারণার দায়ে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ৩০০টি সিলিন্ডার ক্যাপ, ২১টি রেগুলেটার, ২টি কম্প্রেসার মেশিন ও ৮৩৫টি গ্যাস সিলিন্ডার জব্দ করে গোডাউনে সিলগালা করে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে নিবার্হী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, অবৈধ ও প্রতারণামূলক ব্যবসার পরিচালনার বিরুদ্ধে ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।








