সামাজিক সংগঠন ‘জাগরণ’র উদ্যোগে আয়োজিত মরহুম সৈয়দ মঈনুদ্দিন হোসাইন স্মৃতি রাত্রিকালীন ফুটসাল টুর্নামেন্ট ট্রফি জিতেছে কালার পুল ক্রীড়া সংসদ।
বুধবার (১৩ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অনুশীলন মাঠে অনুষ্ঠিত ফাইনালে কালারপুল ক্রীড়া সংসদ ১-০ গোলে চট্টেশ্বরী বয়েজ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি হস্তান্তর করেন।
জাগরণ’র প্রধান উপদেষ্টা চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সভাপতি মহিউদ্দিন তুষার ও সাধারণ সম্পাদক নূর হাসিব ইফরাজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলী আব্বাস, কাউন্সিলর গিয়াস উদ্দিন, সিজেকেএস সহ-সভাপতি হাফিজুর রহমান, আবুল বশর, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সিজেকেএস কাউন্সিলর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম, চট্টগ্রাম ডেকোরেশন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল আলম চৌধুরী মিলটন, চট্টগ্রাম মহানগর ¯স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি আবদুর রশিদ লোকমানসহ ক্রীড়া সংগঠনবৃন্দ বক্তব্য রাখেন।