হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. হাসান তারেক (২৪) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মেখল ইউনিয়ন পরিষদস্থ ২নং ওয়ার্ডের জান আলী চৌধুরী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান তারেক ওই ইউপির ১নং ওয়ার্ডস্থ গিয়াস চেয়ারম্যান (সাবেক) বাড়ির মো. আলীর পুত্র।
জানা যায়, জন্মের পর থেকে বাবার মুখ না দেখা মায়ের একমাত্র সন্তান তারেক সকালের দিকে জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়। কাজে যাওয়ার সময় উল্লেখিত স্থানে রাস্তার উপর রাখা ইট, কংকর, বালির স্তূপ পার হয়ে যাওয়ার সময় রাঙ্গামাটিমুখী একটি মাছভর্তি পিকআপ তাকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় তারেক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থা সংকটাপন্ন হওয়ার কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারেকের মৃত্যু হয়।
তারেকের বন্ধু সাজিদ বলেন, তারেক যখন তার মায়ের গর্ভে তখন তার বাবা মাকে ফেলে চলে যায়। আজ পর্যন্ত তার বাবার কোনো খোঁজখবর পাওয়া যায়নি।
মানুষের বাড়িতে কাজ করতেন তার মা। তারেকও এখানে সেখানে দৈনিক শ্রমিক হিসেবে কাজ করতো। ৪ মাস পূর্বে বিয়ে করে।
রাউজান হাইওয়ে থানার ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে। আর ঘাতক পিকআপটি জব্ধ করার চালিয়ে যাচ্ছি।
জানতে চাইলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতবার ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে ভরাটকৃত বালি সরিয়ে নিতে নির্দেশ দিলেও কাজে জড়িত দণ্ডিত ওই ব্যক্তি আদেশের তোয়াক্কা না করে উল্টো আরও কিছু সামগ্রী রাস্তায় এনে স্তূপ করে করে। যে কারণে এ দুর্ঘটনা ঘটে, ছেলে হারিয়ে নিঃস্ব হয় এক মা।