চট্টগ্রামের বোয়ালখালীতে মসজিদের গ্রিল কেটে আইপিএস (ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই)চুরি করে নিয়ে গেছে চোরের দল। রোববার (৩ ডিসেম্বর) রাতে উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদে এ ঘটনা ঘটে। সোমবার (৪ ডিসেম্বর) ভোর ৫টার দিকে মুসল্লীরা ফজরের নামাজ আদায় করতে মসজিদে গেলে এ ঘটনা জানতে পারেন।
স্থানীয় মুসল্লী মো. পারভেজ জানান, চোরের দল মসজিদের জানালা ও দুইটি লোহার গ্রিল কেটে ফেলেছে। আইপিএস মেশিন ও ব্যাটারি নিয়ে গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত বড়ুয়া বলেন, প্রায় ৬০ হাজার টাকা মূল্যমানের আইপিএস মেশিন ও ব্যাটারি নিয়ে গেছে চোরের দল। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, আমি থানার বাইরে রয়েছি। অভিযোগ পাইনি। খবর নিয়ে দেখছি।