খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আস্থা প্রকল্পের উদ্যোগে তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ইয়ুথ গ্রুপ গঠন সম্পর্কে আলোচনা সভা আস্থার ডিস্ট্রিক কো-অর্ডিনেটর ধনেশ্বর দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম। বিশেষ অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি), সাংবাদিক মো. সোহেল রানা এবং ফিল্ড এসোসিয়েট ইনা চাকমা।
মনিটরিং ও রিপোটিং অফিসার মিহির কান্তি ত্রিপুরার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন নতুন প্রযু্ক্তি ব্যবহার করে দক্ষ যুব শক্তি গড়ে তোলে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এসডিজি তরুণ প্রজন্মের জন্য গুণগত শিক্ষা ও প্রশিক্ষণ এবং শোভন কর্মসংস্থান নিশ্চিতকরণের মাধ্যমে যত্নশীল পরিবেশ সৃষ্টি করার প্রয়োজনীয়তাকে স্বীকার করেছে। যাতে করে নিজেদের অধিকার ও সক্ষমতা সম্পর্কে তাদের পূর্ণ উপলব্ধি জন্মায়। বিশ্বব্যাপী এই এজেন্ডা অর্জনে গতিময় যুব সমাজের জ্ঞান উদ্ভাবন এবং উদ্দীপনার যথোপযোগী ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনা সভা শেষে মো. হাসান মোর্শেদ রিফাতকে আহবায়ক এবং হিলটন চাকমা ও পৌরিতা চাকমাকে যুগ্ম আহবায়ক করে ২২ সদস্যবিশিষ্ট উপজেলা ইয়ুথ গ্রুপ আহবায়ক কমিটি গঠন করা হয়।