রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক, ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল, ১৪৪৭

ভারত-অস্ট্রেলিয়ার শিরোপা লড়াই আজ

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের শিরোপা জয় থেকে এক ম্যাচ দূরত্বে ভারত ও অস্ট্রেলিয়া। ওয়ানডে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব পেতে অনেকটা পথ পাড়ি দিয়েছে তারা। দাঁড়িয়ে আছে শেষের দ্বারপ্রান্তে। প্রয়োজন কেবল একটি জয়। বিশ্বকাপ শিরোপা যাবে কার ঘরে? অস্ট্রেলিয়ার ষষ্ঠ না ভারতের তৃতীয় শিরোপা জয়, প্রশ্নের জট খুলবে আজ
সে লক্ষ্যে প্রস্তুত আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামও।

রোববার (১৯ নভেম্বর) বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

ফেভারিট হিসেবেই বিশ্বকাপ ফাইনালে উঠেছে ভারত। চলতি আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল তারা। গ্রুপ পর্বের ৯ ম্যাচ ও সেমিফাইনাল মিলিয়ে জিতেছে ১০ ম্যাচের প্রত্যেকটিতে। দারুণ ছন্দে থাকা দলটি তৃতীয় বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতার অপেক্ষায়। এর আগে ১৯৮৩ ও ২০১১-তে ক্রিকেট শ্রেষ্ঠত্বের স্মারক ঘরে তুলেছিল দলটি। ফাইনালে ভারতের প্রতিপক্ষ দুই-দুইবারের অপরাজিত চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এ ছাড়া, সর্বোচ্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অসিরা। তাদের সামনে আছে ষষ্ঠ শিরোপা জেতার সুযোগ।

চলতি আসরে প্রথম দুই ম্যাচে হারা অস্ট্রেলিয়াকে নিয়ে রীতিমতো হায় হায় রব উঠেছিল। কিন্তু, ঠিকই ঘুরে দাঁড়ায় তারা। গ্রুপ পর্বে শেষ সাত ম্যাচের সবকটিতে জিতে সেমিতে ওঠে দলটি। দক্ষিণ আফ্রিকার বাধা পার করে ফাইনালে প্রবেশ করে। ২০১৫ সালে সর্বশেষ শিরোপা জয়ের আনন্দে মেতেছিল অসিরা।

ফাইনালে লড়াইটা হবে সমানে-সমান। ভারতের যেমন সমৃদ্ধ ব্যাটিং বিভাগ, অস্ট্রেলিয়ার ব্যাটিংও একই রকম। রোহিত-কোহলি-গিলদের বিপরীতে ওয়ার্নার-স্মিথ-ম্যাক্সওয়েলরা প্রস্তুত। বল হাতে যদি শামি-সিরাজ-বুমরাহরা পিচে আগুন ধরান, জবাব দিতে তৈরি আছেন কামিন্স-স্টার্ক-হ্যাজেলউডরা। স্পিনের ঘূর্ণিতে অসিদের কুপোকাত করতে কুলদীপ-জাদেজারা জাল বুনলে, ভারতীয় ব্যাটারদের ঘূর্ণি ফাঁদে ফেলতে আছেন জাম্পা-হেডরা। ব্যাটিং-বোলিংয়ের বাইরে দুই দলের অন্যতম বড় শক্তি ফিল্ডিং। ক্রিকেটে ম্যাচ জয়ে ফিল্ডিংয়ের ভূমিকা কতটা, তা কারও অজানা নয়।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শনিবার (১৮ নভেম্বর) ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘চমৎকার একটি লড়াই হতে চলেছে। দুদলই জানে কীভাবে জানতে হয়। কীভাবে একটি দল হয়ে খেলতে হয়। অস্ট্রেলিয়া সর্বশেষ আট ম্যাচে অপরাজিত। তবে, প্রতিপক্ষ কেমন খেলছে, তা নিয়ে ভাবার অবকাশ নেই। আমরা নিজেদের সেরাটা নিয়ে ভাবছি। এটি ফাইনাল। প্রথম ম্যাচ থেকেই চাপ সামলে এসেছি। আমরা জানি আমাদের করণীয় সম্পর্কে।’

সংবাদ সম্মেলনে অসি অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘ফাইনালের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। ভারতের দর্শকরা আমাদের জন্য বড় ফ্যাক্টর হবে। একতরফা সমর্থন পাবে ওরা। কিন্তু, এটি ফাইনাল। আমরা চাপ সামলে খেলতে জানি। যদি আগে ব্যাটিং করি, লক্ষ্য থাকবে যতটা সম্ভব বড় সংগ্রহ গড়ার। বল হাতে লক্ষ্যটা দ্রুত উইকেট নেওয়ার। সেরা হতে হলে সব বিভাগেই আপনাকে সর্বোচ্চ দিয়ে খেলতে হবে। মাঠ, দর্শক, চ্যালেঞ্জ—এসব সামলেই সেরা হতে হবে।’

ম্যাচের ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা এক লাখ ৩২ হাজার। ক্রিকেটের সবচেয়ে বড় স্টেডিয়াম এটি। মাঠের এত দর্শকের পাশাপাশি টিভি পর্দায় শত কোটি ক্রিকেটপ্রেমীর চোখ আটকে থাকবে ফাইনালের এই মহারণে।

ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ

প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাশ লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সুদানের এল-ফাশের থেকে ৬০ হাজারের বেশি মানুষ পালিয়েছে: জাতিসংঘ

জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, সুদানের আধাসামরিক বাহিনী আরএসএফ এর দখল করা এল-ফাশের শহর থেকে ৬০ হাজারের বেশি মানুষ পালিয়েছে। প্রায় ১৮-মাস ধরে অবরোধ, অনাহার

বিস্তারিত »

মাছের দাম চড়া

রাজধানীতে অলিগলির বাজারগুলোতে বিভিন্ন প্রজাতির মাছের দাম চড়া রয়েছে। শীতের মৌসুম এলেও বাজারে ঢুকছে না দেশি মাছ। চাষের মাছ রুই, কাতল, পাবদা, পাঙ্গাসসহ নিত্যপ্রয়োজনীয় সব

বিস্তারিত »

লিওনেল মেসি অনুমতি পাননি

বিশ্বকাপের প্রস্তুতি আরও জোরদার করতে সৌদি আরবের লিগে খেলতে চেয়েছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কিন্তু শেষ পর্যন্ত সেই অনুমতি মেলেনি। সৌদি ক্রীড়া মন্ত্রণালয় তার প্রস্তাব

বিস্তারিত »

পরীক্ষা দিতে গিয়ে পিটুনি খেলেন ছাত্রলীগ নেতা

চট্টগ্রাম নগরীর হাজারী লেন এলাকায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ক্যাম্পাসে আশিফুল হক (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি

বিস্তারিত »

দুই গোলে অপ্রতিরোধ্য বায়ার্নের রেকর্ড

অসাধারণ ফর্মে থাকা হ্যারি কেইন উপহার দিলেন জোড়া গোল, টানা জয়ের অনন্য কীর্তি গড়ল বায়ার্ন মিউনিখ। ম্যাচের আধ ঘণ্টা যেতে না যেতেই পিছিয়ে পড়ল বায়ার্ন

বিস্তারিত »

ব্যবসায়ী পরিষদের চেম্বারকে পরিবারমুক্ত করার আহবান

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে কথিত পরিবারমুক্ত করার আহ্বান জানিয়েছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। পাশাপাশি এ চেম্বারকে একটি বিশ্বমানের চেম্বার হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন

বিস্তারিত »

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে মোন্থা

ছবি : সংগৃহীত বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত »

চেম্বারের এক যুগ পর নির্বাচন

চট্টগ্রাম চেম্বারে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন আগ্রহী প্রার্থীরা। এখন চলছে যাচাই-বাছাইয়ের কাজ। আগামী বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন বোর্ড।

বিস্তারিত »

ব্যয়বহুল মেট্রোরেলে নিরাপত্তাঝুঁকি

গত রোববার (২৬ অক্টোবর) মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহত হওয়ার ঘটনায় ব্যয়বহুল এই প্রকল্প নিয়ে প্রশ্ন উঠছে, ছবি: জাগো নিউজ ঢাকায় দেশের প্রথম

বিস্তারিত »