রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ২৭ পৌষ, ১৪৩২, ২১ রজব, ১৪৪৭

টানা ৪র্থবার সিজেকেএস সাধারণ সম্পাদক হলেন আ.জ.ম নাছির

মুক্তি৭১ ডেস্ক

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায় (সিজেকেএস) চতুর্থবারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এ নিয়ে টানা তিনবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তিনি।

এবারের নির্বাচনে আ. জ. ম. নাছির উদ্দীন ছাড়াও আরও তিনজন মনোনয়ন নিয়েছিলেন সাধারণ সম্পাদক পদে। তাদের মধ্যে দিদারুল আলম চৌধুরী এবং রাশেদুল আলম তাদের মনোনয়ন জমা দেননি। কিন্তু এফএমসি স্পোর্টসের জাফির ইয়াসিন চৌধুরী মনোনয়ন জমা দেন। তবে বুধবার (১৫ নভেম্বর) জাফির ইয়াসিন চৌধুরী তার মনোনয়ন প্রত্যাহার করে নিলে বিনা বাধায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন আ.জ.ম নাছির উদ্দীন।

এদিকে সাধারণ সম্পাদক ছাড়া অন্য পদগুলোতে নির্বাচন হচ্ছে। এ নিয়ে সরগরম স্টেডিয়াম পাড়া। বুধবার বিভিন্ন পদে তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ২১ প্রার্থী। এদের মধ্যে সহ সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছিলেন ১১ জন। তাদের মধ্য থেকে এস এম শহীদুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তবে তিনি নির্বাচন করবেন অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে। ফলে সহ সভাপতি পদে নির্বাচনের জন্য রয়েছেন ১০ জন। তারা হলেন— তাহের উল আলম চৌধুরী স্বপন, এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বশর, মো. হাফিজুর রহমান, দিদারুল আলম চৌধুরী, শাহজাদা আলম, মকসুদুর রহমান বুলবুল এবং মফিজুর রহমান।

অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে তিন জন রয়ে গেছেন প্রার্থী হিসেবে। এই পদের প্রার্থীরা হলেন বর্তমান অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী এবং এস এম শহীদুল ইসলাম। এই পদ থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন আমিনুল ইসলাম এবং ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু।

যুগ্ম সম্পাদক পদে মনোনয়ন জমা দিয়েছিলেন ১০ জন। বুধবার এদের মধ্য থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন আ.ন.ম. ওয়াহিদ দুলাল, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মোহাম্মদ শাহজাহান, মশিউর রহমান চৌধুরী, এস এম ইকবাল মোরশেদ, মোহাম্মদ ইউসুফ এবং হাসান মুরাদ বিপ্লব। এই পদে এখন প্রার্থী রয়েছেন তিনজন। তারা হলেন— আমিনুল ইসলাম, অহীদ সিরাজ চৌধুরী স্বপন এবং সরোয়ার আলম চৌধুরী মনি।

কোষাধ্যক্ষ পদে প্রার্থী রয়েছেন দুজন। তারা হলেন— আ.ন.ম. ওয়াহিদ দুলাল এবং বর্তমান কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর।

নির্বাহী সদস্যের ১৩ পদের জন্য মনোনয়ন জমা পড়ে ৩৮টি। বুধবার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন অহীদ সিরাজ চৌধুরী স্বপন, সাইফুল্লাহ চৌধুরী, আশরাফুজ্জামান আশরাফ, এইচ এম সোহেল, সরোয়ার আলম চৌধুরী মনি, সিরাজুল আলম, মোহাম্মদ শাহজাদা আলম, মো. মোমিনুল হক, হাসান মুরাদ, মোহাম্মদ ইউসুফ।

সেই হিসেবে নির্বাহী সদস্যের ১৩ টি পদের জন্য বর্তমানে প্রার্থী রয়েছেন ২৮ জন। তারা হলেন— প্রবীন কুমার ঘোষ, সাইফুল আলম খান, সৈয়দ মোহাম্মদ তানসীর, এ এস এম ইকবাল মোরশেদ, আখতারুজ্জামান, আলমগীর পারভেজ, মোহাম্মদ দিদারুল আলম, অনুপ বিশ্বাস, হারুন আল রশিদ, এ এস এম সাইফুদ্দিন চৌধুরী, সাহেলা আবেদীন রীমা, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, শওকত হোসাইন, রাশেদুর রহমান মিলন, নাসির মিয়া, রায়হান উদ্দিন রুবেল, জহির আহমেদ চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মোঃ মুজিবুর রহমান, এ কে এম আবদুল হান্নান আকবর, গোলাম মহিউদ্দিন হাসান, কল্লোল দাশ, দিদারুল আলম মাসুম, সুমন দে, এনামুল হক, হাসান মুরাদ বিপ্লব ও এম এ মুছা বাবলু।

উপজেলার সংরক্ষিত দুটি সদস্য পদের জন্য নির্বাচন করবেন তিনজন। তারা হলেন প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মোহাম্মদ জাফর ইকবাল এবং মো. জাহিদুল ইসলাম।

তবে সংরক্ষিত দুটি মহিলা সদস্য পদের জন্য দুজনই প্রার্থী থাকায় সে পদে নির্বাচন হবে না। এই পদের প্রার্থীরা হলেন রেজিয়া বেগম ছবি এবং রেখা আলম চৌধুরী।

বুধবার প্রার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে ব্যালট নম্বর।

বহু আকাঙ্ক্ষিত চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ নভেম্বর। যেখানে ২৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস ১৪ রানের রোমাঞ্চকর জয়ে

বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে হাইস্কোরিং লড়াইয়ে সিলেট টাইটান্সকে ১৪ রানে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। এই জয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে দলটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট

বিস্তারিত »

মোস্তাফিজ সুখবর পেলেন

আইপিএলে না থাকলেও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মাঠের বাইরে থাকছেন না মোস্তাফিজুর রহমান। আইপিএল চলাকালীন সময়েই তিনি খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এমনটাই জানা গেছে

বিস্তারিত »

বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির, ভারতে না খেললে পয়েন্ট হারানোর শঙ্কা

ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ম্যাচ ভেন্যু পুনর্বিবেচনার যে অনুরোধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করেছিল, তা প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইএসপিএনক্রিকইনফোর বরাতে

বিস্তারিত »

অস্ট্রেলীয় হাইকমিশনার সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, আন্তর্জাতিক আইন, সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি বজায় রাখার জন্য

বিস্তারিত »

ভরি ২২৭৮৫৬ টাকা সোনার দাম বেড়েছে

দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার

বিস্তারিত »

আজও বইছে ১০ জেলায় শৈত্যপ্রবাহ

একটানা সাতদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা

বিস্তারিত »

মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যক্কারজনক: সংস্কৃতি উপদেষ্টা

ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের চাপের মুখে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে স্কোয়াড থেকে মোস্তাফিজকে ছেঁটে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স।

বিস্তারিত »

সাড়ে চুয়াল্লিশ বছর আগে যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সমাহিত করা হয়, সেই জিয়া উদ্যানে স্বামীর পাশেই শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার বিকালে

বিস্তারিত »

দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের অধিকার নির্বাচিত সরকারের

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ কিংবা বন্দর সংক্রান্ত যেকোনো দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল জনগণের ভোটে নির্বাচিত সরকারেরই থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

বিস্তারিত »