বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১২ অগ্রহায়ণ, ১৪৩২, ৫ জমাদিউস সানি, ১৪৪৭

টানা ৪র্থবার সিজেকেএস সাধারণ সম্পাদক হলেন আ.জ.ম নাছির

মুক্তি৭১ ডেস্ক

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায় (সিজেকেএস) চতুর্থবারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এ নিয়ে টানা তিনবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তিনি।

এবারের নির্বাচনে আ. জ. ম. নাছির উদ্দীন ছাড়াও আরও তিনজন মনোনয়ন নিয়েছিলেন সাধারণ সম্পাদক পদে। তাদের মধ্যে দিদারুল আলম চৌধুরী এবং রাশেদুল আলম তাদের মনোনয়ন জমা দেননি। কিন্তু এফএমসি স্পোর্টসের জাফির ইয়াসিন চৌধুরী মনোনয়ন জমা দেন। তবে বুধবার (১৫ নভেম্বর) জাফির ইয়াসিন চৌধুরী তার মনোনয়ন প্রত্যাহার করে নিলে বিনা বাধায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন আ.জ.ম নাছির উদ্দীন।

এদিকে সাধারণ সম্পাদক ছাড়া অন্য পদগুলোতে নির্বাচন হচ্ছে। এ নিয়ে সরগরম স্টেডিয়াম পাড়া। বুধবার বিভিন্ন পদে তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ২১ প্রার্থী। এদের মধ্যে সহ সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছিলেন ১১ জন। তাদের মধ্য থেকে এস এম শহীদুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তবে তিনি নির্বাচন করবেন অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে। ফলে সহ সভাপতি পদে নির্বাচনের জন্য রয়েছেন ১০ জন। তারা হলেন— তাহের উল আলম চৌধুরী স্বপন, এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বশর, মো. হাফিজুর রহমান, দিদারুল আলম চৌধুরী, শাহজাদা আলম, মকসুদুর রহমান বুলবুল এবং মফিজুর রহমান।

অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে তিন জন রয়ে গেছেন প্রার্থী হিসেবে। এই পদের প্রার্থীরা হলেন বর্তমান অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী এবং এস এম শহীদুল ইসলাম। এই পদ থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন আমিনুল ইসলাম এবং ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু।

যুগ্ম সম্পাদক পদে মনোনয়ন জমা দিয়েছিলেন ১০ জন। বুধবার এদের মধ্য থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন আ.ন.ম. ওয়াহিদ দুলাল, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মোহাম্মদ শাহজাহান, মশিউর রহমান চৌধুরী, এস এম ইকবাল মোরশেদ, মোহাম্মদ ইউসুফ এবং হাসান মুরাদ বিপ্লব। এই পদে এখন প্রার্থী রয়েছেন তিনজন। তারা হলেন— আমিনুল ইসলাম, অহীদ সিরাজ চৌধুরী স্বপন এবং সরোয়ার আলম চৌধুরী মনি।

কোষাধ্যক্ষ পদে প্রার্থী রয়েছেন দুজন। তারা হলেন— আ.ন.ম. ওয়াহিদ দুলাল এবং বর্তমান কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর।

নির্বাহী সদস্যের ১৩ পদের জন্য মনোনয়ন জমা পড়ে ৩৮টি। বুধবার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন অহীদ সিরাজ চৌধুরী স্বপন, সাইফুল্লাহ চৌধুরী, আশরাফুজ্জামান আশরাফ, এইচ এম সোহেল, সরোয়ার আলম চৌধুরী মনি, সিরাজুল আলম, মোহাম্মদ শাহজাদা আলম, মো. মোমিনুল হক, হাসান মুরাদ, মোহাম্মদ ইউসুফ।

সেই হিসেবে নির্বাহী সদস্যের ১৩ টি পদের জন্য বর্তমানে প্রার্থী রয়েছেন ২৮ জন। তারা হলেন— প্রবীন কুমার ঘোষ, সাইফুল আলম খান, সৈয়দ মোহাম্মদ তানসীর, এ এস এম ইকবাল মোরশেদ, আখতারুজ্জামান, আলমগীর পারভেজ, মোহাম্মদ দিদারুল আলম, অনুপ বিশ্বাস, হারুন আল রশিদ, এ এস এম সাইফুদ্দিন চৌধুরী, সাহেলা আবেদীন রীমা, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, শওকত হোসাইন, রাশেদুর রহমান মিলন, নাসির মিয়া, রায়হান উদ্দিন রুবেল, জহির আহমেদ চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মোঃ মুজিবুর রহমান, এ কে এম আবদুল হান্নান আকবর, গোলাম মহিউদ্দিন হাসান, কল্লোল দাশ, দিদারুল আলম মাসুম, সুমন দে, এনামুল হক, হাসান মুরাদ বিপ্লব ও এম এ মুছা বাবলু।

উপজেলার সংরক্ষিত দুটি সদস্য পদের জন্য নির্বাচন করবেন তিনজন। তারা হলেন প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মোহাম্মদ জাফর ইকবাল এবং মো. জাহিদুল ইসলাম।

তবে সংরক্ষিত দুটি মহিলা সদস্য পদের জন্য দুজনই প্রার্থী থাকায় সে পদে নির্বাচন হবে না। এই পদের প্রার্থীরা হলেন রেজিয়া বেগম ছবি এবং রেখা আলম চৌধুরী।

বুধবার প্রার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে ব্যালট নম্বর।

বহু আকাঙ্ক্ষিত চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ নভেম্বর। যেখানে ২৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের অধিকার নির্বাচিত সরকারের

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ কিংবা বন্দর সংক্রান্ত যেকোনো দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল জনগণের ভোটে নির্বাচিত সরকারেরই থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

বিস্তারিত »

ঘরের মাঠে লজ্জার সামনে ভারত, ইতিহাসের সামনে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি টেস্টে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনের শেষে ৩১৪ রানে এগিয়ে রয়েছেন টেম্বা বাভুমার দল। দ্বিতীয় ইনিংসে ১০ উইকেটই তাদের হাতে রয়েছে। নিশ্চিতভাবেই চতুর্থ

বিস্তারিত »

হঠাৎ বেড়েছে শীতের সবজির দাম

মাত্র তিন-চার সপ্তাহ আগেই শীতকালীন সবজির আগাম সরবরাহে দাম কমেছিল রাজধানী ঢাকার বাজারগুলোতে। এরপর অনেকটাই নাগালে চলে আসে সবজির দাম। এমনকি গত সপ্তাহেও দামে স্বস্তি

বিস্তারিত »

সিনেমার প্রধান বাজার মিসরের

মিসরের চলচ্চিত্রশিল্পের সাম্প্রতিক সাফল্য ইতোমধ্যেই আলোচনায়। বিশেষ করে বিদেশি বাজারে খুব ভালো করছেন দেশটির সিনেমা। কায়রো ইন্ডাস্ট্রি ডেজ চলাকালে কায়রো ফিল্ম কানেকশন প্রকাশিত এক প্রতিবেদনে

বিস্তারিত »

মুগ্ধ আফজাল রুনার লায়লার গানে 

কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের সমাপ্তি হয়েছে জনপ্রিয় সুফি সংগীত ‘মাস্ত কালান্দার’ দিয়ে। উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার কণ্ঠে গত ১৭ নভেম্বর তার জন্মদিনের আগেই

বিস্তারিত »

আয়ারল্যান্ডকে ধবলধোলাই করলো বাংলাদেশ

মুশফিকুর রহিমের শততম টেস্টে আয়ারল্যান্ডকে ২১৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সিরিজের দুটি টেস্ট জিতে আইরিশদের ধবলধোলাই করলো স্বাগতিকরাা। দ্বিতীয় ইনিংসে ২৯১ রানে অলআউট হয়েছে

বিস্তারিত »

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার (২৩ নভেম্বর) দুপুরে

বিস্তারিত »

সর্বাধুনিক কোয়ান্টাম প্রযুক্তিতে রড উৎপাদন করে জিপিএইচ’এর ইম্পাত-বিপ্লব

ভ্রাতৃপ্রেমের চিরায়ত দৃষ্টান্ত হিসেবে ক্রেতা যুগে ভারতে রচিত মহাকাব্য ‘রামায়ন’-এর নাম চরিত্র ভগবান রাম এবং তদনুজ লক্ষণ-দুই ভাইয়ের কাহিনী উল্লেখিত হয়। রামকে যখন ১৪ বছর

বিস্তারিত »

কাজাখস্তানের গোলকিপার রুখে দিলেন বেলজিয়ামকে

  বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে নেমে হোঁচট খেল বেলজিয়াম। কাজাখস্তানের গোলকিপার তেমির্লান আনারবেকভের একের পর এক দুর্দান্ত সেভে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছে। গত শনিবার

বিস্তারিত »