বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ২২ অগ্রহায়ণ, ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৫

টানা ৪র্থবার সিজেকেএস সাধারণ সম্পাদক হলেন আ.জ.ম নাছির

মুক্তি৭১ ডেস্ক

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায় (সিজেকেএস) চতুর্থবারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এ নিয়ে টানা তিনবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তিনি।

এবারের নির্বাচনে আ. জ. ম. নাছির উদ্দীন ছাড়াও আরও তিনজন মনোনয়ন নিয়েছিলেন সাধারণ সম্পাদক পদে। তাদের মধ্যে দিদারুল আলম চৌধুরী এবং রাশেদুল আলম তাদের মনোনয়ন জমা দেননি। কিন্তু এফএমসি স্পোর্টসের জাফির ইয়াসিন চৌধুরী মনোনয়ন জমা দেন। তবে বুধবার (১৫ নভেম্বর) জাফির ইয়াসিন চৌধুরী তার মনোনয়ন প্রত্যাহার করে নিলে বিনা বাধায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন আ.জ.ম নাছির উদ্দীন।

এদিকে সাধারণ সম্পাদক ছাড়া অন্য পদগুলোতে নির্বাচন হচ্ছে। এ নিয়ে সরগরম স্টেডিয়াম পাড়া। বুধবার বিভিন্ন পদে তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ২১ প্রার্থী। এদের মধ্যে সহ সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছিলেন ১১ জন। তাদের মধ্য থেকে এস এম শহীদুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তবে তিনি নির্বাচন করবেন অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে। ফলে সহ সভাপতি পদে নির্বাচনের জন্য রয়েছেন ১০ জন। তারা হলেন— তাহের উল আলম চৌধুরী স্বপন, এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বশর, মো. হাফিজুর রহমান, দিদারুল আলম চৌধুরী, শাহজাদা আলম, মকসুদুর রহমান বুলবুল এবং মফিজুর রহমান।

অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে তিন জন রয়ে গেছেন প্রার্থী হিসেবে। এই পদের প্রার্থীরা হলেন বর্তমান অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী এবং এস এম শহীদুল ইসলাম। এই পদ থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন আমিনুল ইসলাম এবং ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু।

যুগ্ম সম্পাদক পদে মনোনয়ন জমা দিয়েছিলেন ১০ জন। বুধবার এদের মধ্য থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন আ.ন.ম. ওয়াহিদ দুলাল, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মোহাম্মদ শাহজাহান, মশিউর রহমান চৌধুরী, এস এম ইকবাল মোরশেদ, মোহাম্মদ ইউসুফ এবং হাসান মুরাদ বিপ্লব। এই পদে এখন প্রার্থী রয়েছেন তিনজন। তারা হলেন— আমিনুল ইসলাম, অহীদ সিরাজ চৌধুরী স্বপন এবং সরোয়ার আলম চৌধুরী মনি।

কোষাধ্যক্ষ পদে প্রার্থী রয়েছেন দুজন। তারা হলেন— আ.ন.ম. ওয়াহিদ দুলাল এবং বর্তমান কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর।

নির্বাহী সদস্যের ১৩ পদের জন্য মনোনয়ন জমা পড়ে ৩৮টি। বুধবার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন অহীদ সিরাজ চৌধুরী স্বপন, সাইফুল্লাহ চৌধুরী, আশরাফুজ্জামান আশরাফ, এইচ এম সোহেল, সরোয়ার আলম চৌধুরী মনি, সিরাজুল আলম, মোহাম্মদ শাহজাদা আলম, মো. মোমিনুল হক, হাসান মুরাদ, মোহাম্মদ ইউসুফ।

সেই হিসেবে নির্বাহী সদস্যের ১৩ টি পদের জন্য বর্তমানে প্রার্থী রয়েছেন ২৮ জন। তারা হলেন— প্রবীন কুমার ঘোষ, সাইফুল আলম খান, সৈয়দ মোহাম্মদ তানসীর, এ এস এম ইকবাল মোরশেদ, আখতারুজ্জামান, আলমগীর পারভেজ, মোহাম্মদ দিদারুল আলম, অনুপ বিশ্বাস, হারুন আল রশিদ, এ এস এম সাইফুদ্দিন চৌধুরী, সাহেলা আবেদীন রীমা, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, শওকত হোসাইন, রাশেদুর রহমান মিলন, নাসির মিয়া, রায়হান উদ্দিন রুবেল, জহির আহমেদ চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মোঃ মুজিবুর রহমান, এ কে এম আবদুল হান্নান আকবর, গোলাম মহিউদ্দিন হাসান, কল্লোল দাশ, দিদারুল আলম মাসুম, সুমন দে, এনামুল হক, হাসান মুরাদ বিপ্লব ও এম এ মুছা বাবলু।

উপজেলার সংরক্ষিত দুটি সদস্য পদের জন্য নির্বাচন করবেন তিনজন। তারা হলেন প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মোহাম্মদ জাফর ইকবাল এবং মো. জাহিদুল ইসলাম।

তবে সংরক্ষিত দুটি মহিলা সদস্য পদের জন্য দুজনই প্রার্থী থাকায় সে পদে নির্বাচন হবে না। এই পদের প্রার্থীরা হলেন রেজিয়া বেগম ছবি এবং রেখা আলম চৌধুরী।

বুধবার প্রার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে ব্যালট নম্বর।

বহু আকাঙ্ক্ষিত চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ নভেম্বর। যেখানে ২৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

দেশের ৩৩৮ থানার ওসি বদলি, ইসির অনুমোদন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশের ৩৩৮ থানার ওসি বদলির জন্য পাঠানো প্রস্তাব অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ অনুমোদন দেওয়া হয়। ইসি সূত্রে

বিস্তারিত »

ইউক্রেনের সাবেক এমপিকে গুলি করে হত্যা

ইউক্রেনের পার্লামেন্টের সাবেক রুশপন্থি সদস্য ইলিয়া কিভাকে গুলি করে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) ইলিয়া কিভাকে হত্যা করেছে। বৃহস্পতিবার (৭

বিস্তারিত »

চট্টগ্রাম প্রেস ক্লাব বার্ষিক ক্রীড়ার টিটিতে সেলিম চ্যাম্পিয়ন

চট্টগ্রাম প্রেস ক্লাব- সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার টেবিল টেনিস (টিটি) পঞ্চাশোর্ধ এককে সুলতান মাহমুদ সেলিম চ্যাম্পিয়ন হয়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মধ্যদিয়ে

বিস্তারিত »

চন্দনাইশে ১৫ হাজার ইয়াবাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় মাদক বহনে জড়িত থাকার দায়ে মো. খালেদ মোশারাফ (৪৩) ও মোহাম্মদ

বিস্তারিত »

বুশরার সঙ্গে ইমরান খানের অবৈধ সম্পর্ক ছিল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের (৭১) স্ত্রী বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার ফরিদ মানেকার এক কর্মচারী দাবি করেছেন বুশরার সঙ্গে ইমরান খানের অবৈধ সম্পর্ক ছিল।

বিস্তারিত »

বিএনপি-জামায়াত সারাদেশে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানবাধিকার দিবসে বিএনপি-জামায়াত সারাদেশে বিশৃঙ্খলা করার ষড়যন্ত্র করছে। জননস্পৃক্ততার অভাবে আন্দোলনে ব্যর্থ হয়ে

বিস্তারিত »

পটিয়ায় নৌকার পক্ষে ইউপি চেয়ারম্যানরা ঐক্যবদ্ধ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশের অগ্রগতি ও উন্নয়নের ধারা অব্যাহত

বিস্তারিত »

পুলিশের মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

চট্টগ্রামের মিরসরাইয়ে আসামী বহনকারী পুলিশের একটি মাইক্রো বাসের ধাক্কায় ফিরোজা বেগম (৫৪) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী

বিস্তারিত »

মিরাজ-তাইজুলের ঘুর্ণিতে বাংলাদেশের হাসি

ঢাকা টেস্টে নিউজিল্যান্ডের স্পিনারদের ঘূর্ণিজাদুতে অল্প রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে জবাবে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে সেই ঘূর্ণিতে তাণ্ডব চালিয়েছে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল

বিস্তারিত »