চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায় (সিজেকেএস) চতুর্থবারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এ নিয়ে টানা তিনবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তিনি।
এবারের নির্বাচনে আ. জ. ম. নাছির উদ্দীন ছাড়াও আরও তিনজন মনোনয়ন নিয়েছিলেন সাধারণ সম্পাদক পদে। তাদের মধ্যে দিদারুল আলম চৌধুরী এবং রাশেদুল আলম তাদের মনোনয়ন জমা দেননি। কিন্তু এফএমসি স্পোর্টসের জাফির ইয়াসিন চৌধুরী মনোনয়ন জমা দেন। তবে বুধবার (১৫ নভেম্বর) জাফির ইয়াসিন চৌধুরী তার মনোনয়ন প্রত্যাহার করে নিলে বিনা বাধায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন আ.জ.ম নাছির উদ্দীন।
এদিকে সাধারণ সম্পাদক ছাড়া অন্য পদগুলোতে নির্বাচন হচ্ছে। এ নিয়ে সরগরম স্টেডিয়াম পাড়া। বুধবার বিভিন্ন পদে তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ২১ প্রার্থী। এদের মধ্যে সহ সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছিলেন ১১ জন। তাদের মধ্য থেকে এস এম শহীদুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তবে তিনি নির্বাচন করবেন অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে। ফলে সহ সভাপতি পদে নির্বাচনের জন্য রয়েছেন ১০ জন। তারা হলেন— তাহের উল আলম চৌধুরী স্বপন, এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বশর, মো. হাফিজুর রহমান, দিদারুল আলম চৌধুরী, শাহজাদা আলম, মকসুদুর রহমান বুলবুল এবং মফিজুর রহমান।
অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে তিন জন রয়ে গেছেন প্রার্থী হিসেবে। এই পদের প্রার্থীরা হলেন বর্তমান অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী এবং এস এম শহীদুল ইসলাম। এই পদ থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন আমিনুল ইসলাম এবং ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু।
যুগ্ম সম্পাদক পদে মনোনয়ন জমা দিয়েছিলেন ১০ জন। বুধবার এদের মধ্য থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন আ.ন.ম. ওয়াহিদ দুলাল, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মোহাম্মদ শাহজাহান, মশিউর রহমান চৌধুরী, এস এম ইকবাল মোরশেদ, মোহাম্মদ ইউসুফ এবং হাসান মুরাদ বিপ্লব। এই পদে এখন প্রার্থী রয়েছেন তিনজন। তারা হলেন— আমিনুল ইসলাম, অহীদ সিরাজ চৌধুরী স্বপন এবং সরোয়ার আলম চৌধুরী মনি।
কোষাধ্যক্ষ পদে প্রার্থী রয়েছেন দুজন। তারা হলেন— আ.ন.ম. ওয়াহিদ দুলাল এবং বর্তমান কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর।
নির্বাহী সদস্যের ১৩ পদের জন্য মনোনয়ন জমা পড়ে ৩৮টি। বুধবার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন অহীদ সিরাজ চৌধুরী স্বপন, সাইফুল্লাহ চৌধুরী, আশরাফুজ্জামান আশরাফ, এইচ এম সোহেল, সরোয়ার আলম চৌধুরী মনি, সিরাজুল আলম, মোহাম্মদ শাহজাদা আলম, মো. মোমিনুল হক, হাসান মুরাদ, মোহাম্মদ ইউসুফ।
সেই হিসেবে নির্বাহী সদস্যের ১৩ টি পদের জন্য বর্তমানে প্রার্থী রয়েছেন ২৮ জন। তারা হলেন— প্রবীন কুমার ঘোষ, সাইফুল আলম খান, সৈয়দ মোহাম্মদ তানসীর, এ এস এম ইকবাল মোরশেদ, আখতারুজ্জামান, আলমগীর পারভেজ, মোহাম্মদ দিদারুল আলম, অনুপ বিশ্বাস, হারুন আল রশিদ, এ এস এম সাইফুদ্দিন চৌধুরী, সাহেলা আবেদীন রীমা, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, শওকত হোসাইন, রাশেদুর রহমান মিলন, নাসির মিয়া, রায়হান উদ্দিন রুবেল, জহির আহমেদ চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মোঃ মুজিবুর রহমান, এ কে এম আবদুল হান্নান আকবর, গোলাম মহিউদ্দিন হাসান, কল্লোল দাশ, দিদারুল আলম মাসুম, সুমন দে, এনামুল হক, হাসান মুরাদ বিপ্লব ও এম এ মুছা বাবলু।
উপজেলার সংরক্ষিত দুটি সদস্য পদের জন্য নির্বাচন করবেন তিনজন। তারা হলেন প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মোহাম্মদ জাফর ইকবাল এবং মো. জাহিদুল ইসলাম।
তবে সংরক্ষিত দুটি মহিলা সদস্য পদের জন্য দুজনই প্রার্থী থাকায় সে পদে নির্বাচন হবে না। এই পদের প্রার্থীরা হলেন রেজিয়া বেগম ছবি এবং রেখা আলম চৌধুরী।
বুধবার প্রার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে ব্যালট নম্বর।
বহু আকাঙ্ক্ষিত চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ নভেম্বর। যেখানে ২৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।