বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ২২ অগ্রহায়ণ, ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৫

সংবিধান মোতাবেক শেখ হাসিনা সরকারের অধীনেই নির্বাচন হবে: সুজন

মুক্তি ৭১ ডেস্ক

সংবিধান মোতাবেক শেখ হাসিনা সরকারের অধীনেই আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মত প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর)সকালে নগরের নিমতলা চত্বরে বন্দর থানা আওয়ামী লীগ আয়োজিত বিএনপি-জামায়াত চক্রের অপতৎপরতার বিরুদ্ধে জনগনের জানমাল রক্ষায় শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন তিনি।

এসময় সুজন বলেন, বিএনপি-জামায়াত চক্র এবার আর অবরোধের নামে গাড়ি পুড়িয়ে পার পাবে না। তারা যতই জনগনের গাড়ি পুড়িয়ে ত্রাস সৃষ্টি করুক না কেন সংবিধান মোতাবেক শেখ হাসিনা সরকারের অধীনেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্টু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যে তাদের প্রস্তুতি শুরু করেছে। তাই বিএনপিকে মানুষের জান-মালের ক্ষয়ক্ষতি না করে নির্বাচনে আসার আহবান জানান তিনি।

তিনি আরো বলেন, আমরা জনগনের জান-মাল রক্ষায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করছি। আমরা কোথাও বিএনপিকে শান্তিপূর্ণ আন্দোলন করতে বাধা সৃষ্টি করছি না। কিন্তু তারা যদি আন্দোলনের নামে অহেতুক জনগনের ক্ষতি করতে চায় তাহলে আমরা আর চুপ করে থাকবো না। তাদের প্রতিটি ধ্বংসাত্মক কর্মসূচীর দাঁত ভাঙ্গা জবাব দিতে আমরা প্রস্তুত।

সুজন বলেন, এই নিমতলা চত্বর ঐতিহাসিক চত্বর। চট্টগ্রাম বন্দরের সাথে লাগোয়া এ চত্বরটি অনেক আন্দোলন সংগ্রামের স্বাক্ষী। আমরা আজ এখানে অবস্থান নিয়েছি কোন কুচক্রীমহল যাতে দেশের অর্থনীতির সোনার ডিম পাড়া রাজহাঁস চট্টগ্রাম বন্দরের কোন ক্ষতি করতে না পারে। তিনি উপস্থিত

জনগনের উদ্দেশে বলেন, আপনারা দেখুন বিএনপি-জামায়াত চক্র আজ সারাদেশে অবরোধ ডেকেছে। কিন্তু এখানে কি অবরোধের কোন চিহ্ন আছে? গাড়ির জন্য রাস্তায় জ্যাম লেগে গিয়েছে। সুতরাং দেশের মানুষ ঘৃণাভরে তাদের অবরোধ প্রত্যাখান করেছে। চালক ভাইয়েরা সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে গাড়ি নিয়ে রাস্তায় নেমে এসেছে। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের।

প্রশাসনের পাশাপাশি রাজপথে অবস্থান নিয়ে বিএনপি-জামায়াত চক্রের সমস্ত অরাজকতার বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীরা প্রতিরোধ গড়তে প্রস্তুত বলে জানান সুজন। তিনি নেতা-কর্মীদের দিনব্যাপী রাস্তায় অবস্থানের পাশাপাশি সন্ধ্যায় যার যার এলাকায় গিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনের কাছে উপস্থাপনের অনুরোধ জানান।

এছাড়া আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য এখন থেকেই ভোটকেন্দ্র ভিত্তিক কার্যক্রম পরিচালনার জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দেন খোরশেদ আলম সুজন।

বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান আহমদ’র সভাপতিত্বে এবং ওয়াহিদ মুরাদ রাসেলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো. ইলিয়াছ, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মো. ইসকান্দর মিয়া, ৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আব্দুল মান্নান, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ও কাউন্সিলর মোর্শেদ আলী, এছাক চৌধুরী, কামাল ইসহাকী, হাফেজ মো. ওকার উদ্দিন, সৈয়দ হোসেন, আবুল হোসেন, আব্দুল মান্নান, শওকত হোসেন জগলু, মো. রাশেদ, হাসমত আলী, মিজানুর রহমান মিজান, ৩৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মো. জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক হাবিব শরীফ, মো. শাহাবুদ্দীন, মেজবাহ উদ্দিন মোর্শেদ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান আহাম্মেদ ইমু, মো. নাছির, মো. এছকান্দর, হাসান মুরাদ, জাহিদ হোসেন, তারেক হোসেন, সাইফ নুর প্রমূখ।

নিমতলা চত্বরে বন্দর থানা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখছেন খোরশেদ আলম সুজন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

দেশের ৩৩৮ থানার ওসি বদলি, ইসির অনুমোদন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশের ৩৩৮ থানার ওসি বদলির জন্য পাঠানো প্রস্তাব অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ অনুমোদন দেওয়া হয়। ইসি সূত্রে

বিস্তারিত »

ইউক্রেনের সাবেক এমপিকে গুলি করে হত্যা

ইউক্রেনের পার্লামেন্টের সাবেক রুশপন্থি সদস্য ইলিয়া কিভাকে গুলি করে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) ইলিয়া কিভাকে হত্যা করেছে। বৃহস্পতিবার (৭

বিস্তারিত »

চট্টগ্রাম প্রেস ক্লাব বার্ষিক ক্রীড়ার টিটিতে সেলিম চ্যাম্পিয়ন

চট্টগ্রাম প্রেস ক্লাব- সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার টেবিল টেনিস (টিটি) পঞ্চাশোর্ধ এককে সুলতান মাহমুদ সেলিম চ্যাম্পিয়ন হয়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মধ্যদিয়ে

বিস্তারিত »

চন্দনাইশে ১৫ হাজার ইয়াবাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় মাদক বহনে জড়িত থাকার দায়ে মো. খালেদ মোশারাফ (৪৩) ও মোহাম্মদ

বিস্তারিত »

বুশরার সঙ্গে ইমরান খানের অবৈধ সম্পর্ক ছিল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের (৭১) স্ত্রী বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার ফরিদ মানেকার এক কর্মচারী দাবি করেছেন বুশরার সঙ্গে ইমরান খানের অবৈধ সম্পর্ক ছিল।

বিস্তারিত »

বিএনপি-জামায়াত সারাদেশে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানবাধিকার দিবসে বিএনপি-জামায়াত সারাদেশে বিশৃঙ্খলা করার ষড়যন্ত্র করছে। জননস্পৃক্ততার অভাবে আন্দোলনে ব্যর্থ হয়ে

বিস্তারিত »

পটিয়ায় নৌকার পক্ষে ইউপি চেয়ারম্যানরা ঐক্যবদ্ধ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশের অগ্রগতি ও উন্নয়নের ধারা অব্যাহত

বিস্তারিত »

পুলিশের মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

চট্টগ্রামের মিরসরাইয়ে আসামী বহনকারী পুলিশের একটি মাইক্রো বাসের ধাক্কায় ফিরোজা বেগম (৫৪) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী

বিস্তারিত »

দীঘিনালায় দুই ইটভাটায় অভিযান, জরিমানা আদায়

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দু্ই ইটভাটায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার(৬ ডিসেম্বর) সকালে এ অভিযান

বিস্তারিত »