বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র, ১৪৩২, ১৭ রবিউল আউয়াল, ১৪৪৭

সংবিধান মোতাবেক শেখ হাসিনা সরকারের অধীনেই নির্বাচন হবে: সুজন

মুক্তি ৭১ ডেস্ক

সংবিধান মোতাবেক শেখ হাসিনা সরকারের অধীনেই আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মত প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর)সকালে নগরের নিমতলা চত্বরে বন্দর থানা আওয়ামী লীগ আয়োজিত বিএনপি-জামায়াত চক্রের অপতৎপরতার বিরুদ্ধে জনগনের জানমাল রক্ষায় শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন তিনি।

এসময় সুজন বলেন, বিএনপি-জামায়াত চক্র এবার আর অবরোধের নামে গাড়ি পুড়িয়ে পার পাবে না। তারা যতই জনগনের গাড়ি পুড়িয়ে ত্রাস সৃষ্টি করুক না কেন সংবিধান মোতাবেক শেখ হাসিনা সরকারের অধীনেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্টু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যে তাদের প্রস্তুতি শুরু করেছে। তাই বিএনপিকে মানুষের জান-মালের ক্ষয়ক্ষতি না করে নির্বাচনে আসার আহবান জানান তিনি।

তিনি আরো বলেন, আমরা জনগনের জান-মাল রক্ষায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করছি। আমরা কোথাও বিএনপিকে শান্তিপূর্ণ আন্দোলন করতে বাধা সৃষ্টি করছি না। কিন্তু তারা যদি আন্দোলনের নামে অহেতুক জনগনের ক্ষতি করতে চায় তাহলে আমরা আর চুপ করে থাকবো না। তাদের প্রতিটি ধ্বংসাত্মক কর্মসূচীর দাঁত ভাঙ্গা জবাব দিতে আমরা প্রস্তুত।

সুজন বলেন, এই নিমতলা চত্বর ঐতিহাসিক চত্বর। চট্টগ্রাম বন্দরের সাথে লাগোয়া এ চত্বরটি অনেক আন্দোলন সংগ্রামের স্বাক্ষী। আমরা আজ এখানে অবস্থান নিয়েছি কোন কুচক্রীমহল যাতে দেশের অর্থনীতির সোনার ডিম পাড়া রাজহাঁস চট্টগ্রাম বন্দরের কোন ক্ষতি করতে না পারে। তিনি উপস্থিত

জনগনের উদ্দেশে বলেন, আপনারা দেখুন বিএনপি-জামায়াত চক্র আজ সারাদেশে অবরোধ ডেকেছে। কিন্তু এখানে কি অবরোধের কোন চিহ্ন আছে? গাড়ির জন্য রাস্তায় জ্যাম লেগে গিয়েছে। সুতরাং দেশের মানুষ ঘৃণাভরে তাদের অবরোধ প্রত্যাখান করেছে। চালক ভাইয়েরা সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে গাড়ি নিয়ে রাস্তায় নেমে এসেছে। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের।

প্রশাসনের পাশাপাশি রাজপথে অবস্থান নিয়ে বিএনপি-জামায়াত চক্রের সমস্ত অরাজকতার বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীরা প্রতিরোধ গড়তে প্রস্তুত বলে জানান সুজন। তিনি নেতা-কর্মীদের দিনব্যাপী রাস্তায় অবস্থানের পাশাপাশি সন্ধ্যায় যার যার এলাকায় গিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনের কাছে উপস্থাপনের অনুরোধ জানান।

এছাড়া আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য এখন থেকেই ভোটকেন্দ্র ভিত্তিক কার্যক্রম পরিচালনার জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দেন খোরশেদ আলম সুজন।

বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান আহমদ’র সভাপতিত্বে এবং ওয়াহিদ মুরাদ রাসেলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো. ইলিয়াছ, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মো. ইসকান্দর মিয়া, ৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আব্দুল মান্নান, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ও কাউন্সিলর মোর্শেদ আলী, এছাক চৌধুরী, কামাল ইসহাকী, হাফেজ মো. ওকার উদ্দিন, সৈয়দ হোসেন, আবুল হোসেন, আব্দুল মান্নান, শওকত হোসেন জগলু, মো. রাশেদ, হাসমত আলী, মিজানুর রহমান মিজান, ৩৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মো. জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক হাবিব শরীফ, মো. শাহাবুদ্দীন, মেজবাহ উদ্দিন মোর্শেদ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান আহাম্মেদ ইমু, মো. নাছির, মো. এছকান্দর, হাসান মুরাদ, জাহিদ হোসেন, তারেক হোসেন, সাইফ নুর প্রমূখ।

নিমতলা চত্বরে বন্দর থানা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখছেন খোরশেদ আলম সুজন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

জেন-জি আন্দোলন: নেপালের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের পদত্যাগ

নেপালে টানা বিক্ষোভ ও সহিংসতার মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ও রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এনডিটিভি ও এপি নিউজসহ আন্তর্জাতিক

বিস্তারিত »

‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ জয়-পুতুলকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা

১৯৮১ সালের ১৭ মে থেকে আজ পর্যন্ত, মানে একটানা চুয়াল্লিশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন শেখ

বিস্তারিত »

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মনোনীত হলেন পূর্বকোণ সম্পাদক ডা. রমিজ

প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরীসহ ১২ জন বিশিষ্ট ব্যক্তি। সোমবার (২৮ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে

বিস্তারিত »

বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ বীর প্রতীক এর মৃত্যুতে গভীর

সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  সোমবার দুপুরে চট্টগ্রাম ক্লাবের আবাসিক কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতে

বিস্তারিত »

বাঁশখালীর মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক সুভাষ আচার্য্য

ভারতে না গিয়ে যাঁরা গ্রামে অবস্থান করে বাঁশখালীতে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিলেন, তাঁদের মধ্যে সুভাষ আচার্য্য অন্যতম। তিনি সুলতান উল কবির চৌধুরীর সঙ্গে কাজ করতেন এবং

বিস্তারিত »

ষাটের দশকের ছাত্রনেতা ও বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল আলম

কাজী সিরাজুল আলম ষাটের দশকের শেষদিকে চট্টগ্রামের একজন বিশিষ্ট ছাত্রনেতা ছিলেন। ৬৯-৭০-এ তিনি ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত হয়ে উঠেন। তাঁর বাড়ি সীতাকুণ্ডে; তিনি সীতাকুণ্ডে ৬৯-এর

বিস্তারিত »

মুক্তিযুদ্ধ যাঁরা শুরু করেছিলেন তাঁরা চলে গেছেন, হারিছই আছেন একা

চট্টগ্রাম শহরে যাঁরা মুক্তিযুদ্ধ আরম্ভ করেছিলেন, তাঁরা চলে যাচ্ছেন। সাতজন ছিলেন তাঁরা, পাঁচজন ইতিমধ্যে তাঁদের প্রভুর ডাক পেয়ে এ গ্রহ ছেড়ে চলে গেছেন প্রভুর সন্নিধানে।

বিস্তারিত »

আলবিদা ২০২৪

২০০৭ সালে মুক্তি পাওয়া লাইফ ইন এ মেট্রো ছবির আলবিদা শিরোনামের গানের লাইন এটি। (উল্লেখ্য বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী জেমসের গাওয়া)। সত্যিই তো আর মাত্র

বিস্তারিত »

‘দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না’

সংস্কারের কারণে দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয়

বিস্তারিত »