বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক, ১৪৩২, ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭

সংবিধান মোতাবেক শেখ হাসিনা সরকারের অধীনেই নির্বাচন হবে: সুজন

মুক্তি ৭১ ডেস্ক

সংবিধান মোতাবেক শেখ হাসিনা সরকারের অধীনেই আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মত প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর)সকালে নগরের নিমতলা চত্বরে বন্দর থানা আওয়ামী লীগ আয়োজিত বিএনপি-জামায়াত চক্রের অপতৎপরতার বিরুদ্ধে জনগনের জানমাল রক্ষায় শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন তিনি।

এসময় সুজন বলেন, বিএনপি-জামায়াত চক্র এবার আর অবরোধের নামে গাড়ি পুড়িয়ে পার পাবে না। তারা যতই জনগনের গাড়ি পুড়িয়ে ত্রাস সৃষ্টি করুক না কেন সংবিধান মোতাবেক শেখ হাসিনা সরকারের অধীনেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্টু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যে তাদের প্রস্তুতি শুরু করেছে। তাই বিএনপিকে মানুষের জান-মালের ক্ষয়ক্ষতি না করে নির্বাচনে আসার আহবান জানান তিনি।

তিনি আরো বলেন, আমরা জনগনের জান-মাল রক্ষায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করছি। আমরা কোথাও বিএনপিকে শান্তিপূর্ণ আন্দোলন করতে বাধা সৃষ্টি করছি না। কিন্তু তারা যদি আন্দোলনের নামে অহেতুক জনগনের ক্ষতি করতে চায় তাহলে আমরা আর চুপ করে থাকবো না। তাদের প্রতিটি ধ্বংসাত্মক কর্মসূচীর দাঁত ভাঙ্গা জবাব দিতে আমরা প্রস্তুত।

সুজন বলেন, এই নিমতলা চত্বর ঐতিহাসিক চত্বর। চট্টগ্রাম বন্দরের সাথে লাগোয়া এ চত্বরটি অনেক আন্দোলন সংগ্রামের স্বাক্ষী। আমরা আজ এখানে অবস্থান নিয়েছি কোন কুচক্রীমহল যাতে দেশের অর্থনীতির সোনার ডিম পাড়া রাজহাঁস চট্টগ্রাম বন্দরের কোন ক্ষতি করতে না পারে। তিনি উপস্থিত

জনগনের উদ্দেশে বলেন, আপনারা দেখুন বিএনপি-জামায়াত চক্র আজ সারাদেশে অবরোধ ডেকেছে। কিন্তু এখানে কি অবরোধের কোন চিহ্ন আছে? গাড়ির জন্য রাস্তায় জ্যাম লেগে গিয়েছে। সুতরাং দেশের মানুষ ঘৃণাভরে তাদের অবরোধ প্রত্যাখান করেছে। চালক ভাইয়েরা সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে গাড়ি নিয়ে রাস্তায় নেমে এসেছে। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের।

প্রশাসনের পাশাপাশি রাজপথে অবস্থান নিয়ে বিএনপি-জামায়াত চক্রের সমস্ত অরাজকতার বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীরা প্রতিরোধ গড়তে প্রস্তুত বলে জানান সুজন। তিনি নেতা-কর্মীদের দিনব্যাপী রাস্তায় অবস্থানের পাশাপাশি সন্ধ্যায় যার যার এলাকায় গিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনের কাছে উপস্থাপনের অনুরোধ জানান।

এছাড়া আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য এখন থেকেই ভোটকেন্দ্র ভিত্তিক কার্যক্রম পরিচালনার জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দেন খোরশেদ আলম সুজন।

বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান আহমদ’র সভাপতিত্বে এবং ওয়াহিদ মুরাদ রাসেলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো. ইলিয়াছ, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মো. ইসকান্দর মিয়া, ৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আব্দুল মান্নান, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ও কাউন্সিলর মোর্শেদ আলী, এছাক চৌধুরী, কামাল ইসহাকী, হাফেজ মো. ওকার উদ্দিন, সৈয়দ হোসেন, আবুল হোসেন, আব্দুল মান্নান, শওকত হোসেন জগলু, মো. রাশেদ, হাসমত আলী, মিজানুর রহমান মিজান, ৩৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মো. জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক হাবিব শরীফ, মো. শাহাবুদ্দীন, মেজবাহ উদ্দিন মোর্শেদ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান আহাম্মেদ ইমু, মো. নাছির, মো. এছকান্দর, হাসান মুরাদ, জাহিদ হোসেন, তারেক হোসেন, সাইফ নুর প্রমূখ।

নিমতলা চত্বরে বন্দর থানা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখছেন খোরশেদ আলম সুজন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

ব্যবসায়ী পরিষদের চেম্বারকে পরিবারমুক্ত করার আহবান

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে কথিত পরিবারমুক্ত করার আহ্বান জানিয়েছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। পাশাপাশি এ চেম্বারকে একটি বিশ্বমানের চেম্বার হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন

বিস্তারিত »

শুনানি আজ হানিফসহ ৪ জনের অভিযোগ

জুলাই-আগস্ট আন্দোলন চলাকালীন কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি আজ।

বিস্তারিত »

সাভারে শিক্ষার্থীদের সংঘর্ষ, অগ্নিসংযোগ

ঢাকার সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। গত রোববার রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত বিরুলিয়া

বিস্তারিত »

সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা

বলিউড সুপারস্টার সালমান খান এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সৌদি আরবের রিয়াদে এক অনুষ্ঠানে মুখ ফসকে এমন কথা বললেন, যা নিয়ে তোলপাড় পাকিস্তানজুড়ে। বেলুচিস্তানকে ‘ভিন্ন দেশ’ হিসেবে

বিস্তারিত »

মাজার-দরবারে যে হামলা হয়েছে তা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে

মাজার-দরবারে যে হামলা হয়েছে তা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, সহিংসতা বন্ধ

বিস্তারিত »

ক্ষমতায় গেলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করে নিয়োগ দেবে: সালাহউদ্দিন

জনগণের সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করে নিয়োগ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিস্তারিত »

বৈষম্যমূলক আচরণের ফলে বিশ্বে উত্তেজনা বেড়ে চলেছে

একতরফা সিদ্ধান্ত ও দ্বিপক্ষীয় সম্পর্কে বৈষম্যমূলক আচরণের ফলে বিশ্বে উত্তেজনা বেড়ে চলেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৮০তম

বিস্তারিত »

আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের দাবি জানালো বাংলাদেশ

জেনেভায় গৃহীত ‘জেনেভা কনসেন্সাস’ এর মধ্য দিয়ে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলনের ১৬তম মন্ত্রীপর্যায়ের শীর্ষ অধিবেশন (আঙ্কটাড ১৬) সফলভাবে সমাপ্ত হয়েছে। ২০-২৩ অক্টোবর অনুষ্ঠিত

বিস্তারিত »

থাইল্যান্ডের রানি মা সিরিকিত মারা গেছেন

  থাইল্যান্ডের রানি মা সিরিকিত থাইল্যান্ডের রানি মা সিরিকিত আর নেই। দেশটির রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, ৯৩ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। থাইল্যান্ডের রাজা

বিস্তারিত »