সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক, ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল, ১৪৪৭

ভারতের কাছেও হারল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ড, নিউজিল্যন্ডের পর এবার স্বাগতিক ভারতের কাছেও হারল বাংলাদেশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২৫৬ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ৪১.৩ ওভারে সাত উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ভারত।

২৫৭ রান যে পুনের উইকেটে যথেষ্ট নয়, সেটা বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা দেখেই বোঝা গিয়েছিল। ভারতের ব্যাটাররাও ইনিংসের শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়। দুই ওপেনার শুভমান গিল ও রোহিত শর্মা মিলে গড়ে তোলেন ৮৮ রানের কার্যকরী জুটি। মূলত এই জুটিতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

দলীয় ৮৮ রানের মাথায় রোহিতকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন হাসান। ৪০ বলে ৪৮ করে সাজঘরে ফেরেন ভারতীয় অধিনায়ক। এরপর বিরাট কোহলিকে নিয়ে ফের জুটি গড়েন গিল। এই জুটিতে আসে ৫০ রান। দলীয় ১৩২ রানে মিরাজে বলে আউট হওয়ার আগে গিল তুলে নেন নিজের হাফ সেঞ্চুরি।

এরপর শ্রেয়াস আইয়ারকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন কোহলি। দলীয় ১৭৮ রানে মিরাজের দ্বিতীয় শিকারে পরিণত হন আইয়ার। তবে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। কারণ জয়ের ভিত যে আগেই গড়ে ফেলেছে ভারত। এরপর কেএল রাহুলকে নিয়ে সেঞ্চুরি হাঁকিয়ে মাঠ ছাড়েন কোহলি।

এর আগে, নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। চোটশঙ্কা থাকায় তাকে নিয়ে ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। সাকিবের জায়গায় অধিনায়কের দায়িত্ব পালন করেন নাজমুল হোসেন শান্ত।

পুনের ব্যাটিংবান্ধব উইকেটে দারুণ শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস মিলে ভারতীয় বোলারদের তুলোধুনো করে গড়েন ৯৩ রানের ওপেনিং জুটি। একটা সময় মনে হচ্ছিল বড় সংগ্রহ গড়তে যাচ্ছে বাংলাদেশ। তবে হুট করেই ছন্দপতন!

দলীয় ৯৩ রানে তামিমের বিদায়ে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে ৪৩ বলে ৫১ রান করে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। যা বিশ্বকাপে তামিমের প্রথম হাফ সেঞ্চুরি।

তামিমের বিদায়ের পর উইকেটে এসে থিতু হতে পারেননি অধিনায়ক শান্ত। দলীয় ১১০ রানের মাথায় জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন বাঁহাতি ব্যাটার। ১৭ বল খেললেও ৮ রানের বেশি করতে পারেননি। চলতি বিশ্বকাপে ব্যাট হাতে এখনও জ্বলে উঠতে পারেননি তিনি।

এরপর সাম্প্রতিক সময়ে টপঅর্ডারে দারুণ ব্যাটিং করা মেহেদী মিরাজ অবশ্য এই ম্যাচে ছন্দ ধরে রাখতে পারেননি। দলীয় ১২৯ রানে মোহাম্মদ সিরাজের ব্যাক অফ লেন্থ ডেলিভারিতে লেগ সাইডে খেলতে গিয়ে উইকেটের পেছনে কেএল রাহুলের গ্লাভসে তালুবন্দী হন মিরাজ। সাজঘরে ফেরার আগে করেন ১৩ বলে ৩ রান।

দ্রুত তিন উইকেটে হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ আরও বাড়ে লিটনের বিদায়ে। মাঝে ব্যাট হাতে চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন। তবে ফিফটি হাঁকিয়ে আর বেশিক্ষণ টিকতে পারেননি এই ডানহাতি ব্যাটার। দলীয় ১৩৭ রানে জাদেজার বলে লং অফের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে শুভমান গিলের হাতে ধড়া পড়েন লিটন।

এরপর তাওহিদ হৃদয়কে নিয়ে জুটি গড়েন অভিজ্ঞ মুশফিকুর রহিম। এই দুইজনের ৪২ রানের জুটিতে কিছুটা চাপ সামাল দেয় বাংলাদেশ। তবে দলীয় ১৭৯ রানের বাজে শটের খেসারত দেন তাওহিদ। ৩৫ বলে ১৬ রান করে গিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

হৃদয়ের বিদায়ের পর অভিজ্ঞ মাহমুদউল্লাহকে নিয়ে জুটি গড়েন মুশফিক। অবশ্য এই জুটিও খুব একটা বড় হয়নি। দলীয় ২০১ রানের মাথায় বুমরাহর বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে জাদেজার হাতে ধড়া পড়েন মুশফিক। ৪৬ বলে ৩৮ রান করেন ডানহাতি এই ব্যাটার। মুশফিকের বিদায়ের পর লেজের সারির ব্যাটারদের নিয়ে লড়াই চালিয়ে যান মাহমুদউল্লাহ। তাঁর ব্যাটে ভর করে শেষ পর্যন্ত ২৫৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৩৬ বলে ৪৬ রান করেন মাহমুদউল্লাহ।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ৫০ ওভারে ২৫৬/৮ (তামিম ৫১, লিটন ৬৬, শান্ত ৮, মিরাজ ৩, হৃদয় ১৬, মুশফিক ৩৮, মাহমুদউল্লাহ ৪৬, নাসুম ১৪, মুস্তাফিজ ১, শরিফুল ৭ ; বুমরাহ ১০-১-৪১-২, সিরাজ ১০-০-৬০-২, পান্ডিয়া ০.৩-০-৮-০, কোহলি ০.৩-০-২-০, শারদুল ৯-০-৫৯-১, কুলদীপ ১০-০-৪৭-১, জাদেজা ১০-০-৩৮-২)।

ভারত : ৪১.৩ ওভারে ২৬১/৩ (রোহিত ৪৮, গিল ৫৩, কোহলি ১০৩, আইয়ার ১৯, রাহুল ৩৪ ; শরিফুল ৮-০-৫৪-০, মুস্তাফিজ ৫-০-২৯-০, নাসুম ৯.৩-০-৬০-০, হাসান ৮-০-৬৫-১, মিরাজ ১০-০-৪৭-২, মাহমুদউল্লাহ ১-০-৬-০)

ফলাফল : ভারত সাত উইকেটে জয়ী

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

লিওনেল মেসি অনুমতি পাননি

বিশ্বকাপের প্রস্তুতি আরও জোরদার করতে সৌদি আরবের লিগে খেলতে চেয়েছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কিন্তু শেষ পর্যন্ত সেই অনুমতি মেলেনি। সৌদি ক্রীড়া মন্ত্রণালয় তার প্রস্তাব

বিস্তারিত »

পরীক্ষা দিতে গিয়ে পিটুনি খেলেন ছাত্রলীগ নেতা

চট্টগ্রাম নগরীর হাজারী লেন এলাকায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ক্যাম্পাসে আশিফুল হক (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি

বিস্তারিত »

দুই গোলে অপ্রতিরোধ্য বায়ার্নের রেকর্ড

অসাধারণ ফর্মে থাকা হ্যারি কেইন উপহার দিলেন জোড়া গোল, টানা জয়ের অনন্য কীর্তি গড়ল বায়ার্ন মিউনিখ। ম্যাচের আধ ঘণ্টা যেতে না যেতেই পিছিয়ে পড়ল বায়ার্ন

বিস্তারিত »

বাংলাদেশ-ভারত বৃষ্টি ভাসিয়ে দিল

মুম্বাইয়ে নারী বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি শুরুতেই বৃষ্টির বাধার মুখে পড়েছিল। প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকার পর শুরু হলেও ৪৩ ওভারে নামিয়ে আনা

বিস্তারিত »

মাজার-দরবারে যে হামলা হয়েছে তা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে

মাজার-দরবারে যে হামলা হয়েছে তা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, সহিংসতা বন্ধ

বিস্তারিত »

বৈষম্যমূলক আচরণের ফলে বিশ্বে উত্তেজনা বেড়ে চলেছে

একতরফা সিদ্ধান্ত ও দ্বিপক্ষীয় সম্পর্কে বৈষম্যমূলক আচরণের ফলে বিশ্বে উত্তেজনা বেড়ে চলেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৮০তম

বিস্তারিত »

সিনিয়র ফুটবলারদের সাথে আবার দূরত্ব তৈরি হচ্ছে বাটলারের

দুই দেশের শক্তির যে পার্থক্য তাতে থাইল্যান্ডের কাছে বাংলাদেশের হার অনুমেয়ই ছিল। শুক্রবার ব্যাংককে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়েছে থাইল্যান্ড। ১২ বছর আগে

বিস্তারিত »

শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে দাবি না মানলে বুধবার পদযাত্রা ঘোষণা

  অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা চলতি বছরের ২৮ জানুয়ারি সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ মোট পাঁচটি দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী

বিস্তারিত »

মিরপুরের স্পিন-ফাঁদে নাকাল, নাসুমের জবাবে আকিলকে উড়িয়ে আনছে উইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৭৪ রানের বড় ব্যবধানে হারের পর স্কোয়াড শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলের স্পিন আক্রমণকে আরও ধারালো

বিস্তারিত »