ইরাকের উত্তরাঞ্চলে এক বিয়েবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বর-কনেসহ কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দেড়শতাধিক। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দেশটির নিনেভ প্রদেশের আল-হামদানিয়া জেলার এ ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে। কিন্তু ঠিক কী কারণে এ আগুন লাগার ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে এর আগে বলা হয়, আতশবাজি পোড়ানো থেকে আগুন ছড়িয়ে পড়ে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ইরাকের সংবাদসংস্থা নিনা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, কয়েক ডজন দমকলকর্মী আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুনে বিয়ে বাড়ির ভবনের ছাদের একাংশও ধসে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শত শত ব্যক্তি বিয়ের অনুষ্ঠান উদযাপন করছিলেন। স্থানীয় সময় রাত ১০ টা ৪৫ মিনিটে তাতে আগুন লাগার ঘটনা ঘটে।
দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর জানিয়েছে, অত্যন্ত দাহ্য পদার্থ ব্যবহারের ফলে আগুনে বিয়ের হলে অনেক অংশ ধসে পড়ে। সেইসঙ্গে বিয়ের ওই হল কম-মানের সামগ্রী দিয়ে তৈরি করায় আগুন লাগার মিনিটের মধ্যে ধসে যায়।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে নিখোঁজদের খুঁজতে ভবনের ধ্বংসাবশেষের ওপর উঠতে দেখা গেছে দমকল বাহিনীর কর্মীদের।