চট্টগ্রামের হালিশহরে রানার্স এসোসিয়েটের পুনর্মিলনী এবং কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২ে৩ সেপ্টেম্বর) রাতে নগরের পিসি রোডের ওয়াপদা মোড় এলাকায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি মঈনুল কাদের নাবিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল কায়সারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সরোয়ার উদ্দিন।
এ সময় রানার্স এসোসিয়েট পক্ষ থেকে ৭ জন আজীবন সদস্য এবং ১৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সহ সভাপতি মো. ইউনুছ, যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ, ব্যবসায়ী মো. আবদুস সালাম, মো. মোয়াজ্জেম হোসেন, গোলাম মহিউদ্দিন চৌধুরী, কাজী খোরশেদুল আলম, কাজী ইকবালুর রহমান নাদিম, মোহাম্মদ ইউনুস প্রমুখ।