মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক, ১৪৩২, ২৮ রবিউস সানি, ১৪৪৭

শাটল ট্রেনের ছাদে করে ক্যাম্পাসে যাওয়ার সময় শিক্ষার্থী আহত

চবি ক্যাম্পাসে নজিরবিহীন তাণ্ডবে সুজনের ক্ষোভ

মুক্তি ৭১ ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ছাদে করে ক্যাম্পাসে যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে নজিরবিহীন তাণ্ডবে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

শনিবার (৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহবান জানান তিনি।

এসময় সুজন বলেন, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ছাদে করে ক্যাম্পাসে যাওয়ার সময় চৌধুরীহাট এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে আনুমানিক ২০ শিক্ষার্থী আহত হন। এর মধ্যে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করে দ্রুত শুশ্রূষা কামনা করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষাথী সুজন।

তিনি আরো বলেন, শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গভীর রাত অবধি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নজিরবিহীন তাণ্ডব চালায় একটি স্বার্থান্বেষী মহল যা কোনভাবেই কাম্য নয়। সেদিন রাতে উপাচার্যের বাসভবন, বিশ্ববিদ্যালয় পরিবহন পুল এবং পুলিশ বক্সে ভাংচুরের পর অগ্নিসংযোগ করে এসব সুযোগ সন্ধানীরা। গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে সেদিনের ঘটনায় অন্তত ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংবাদ প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের ৫০টিরও অধিক বাস ও মিনিবাস ভাংচুর করা হয়েছে, অথচ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার সাথে বাস ভাংচুরের কোন সম্পর্ক নেই।

উপরন্তু এ ঘটনায় সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। এভাবে বিশ্ববিদ্যালয় তথা রাষ্ট্রের সম্পদহানি করার অধিকার কারো নেই। শিক্ষার্থীদের কোন যৌক্তিক দাবি থাকলে তা প্রশাসনের সাথে আলাপ আলোচনা করতে পারতো কিন্তু তা না করে রাষ্ট্রীয় অমূল্য সম্পদ নষ্ট করে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্টু পরিবেশ বিনষ্ট করতে চায় তারা কারা সে প্রশ্নও রাখেন সুজন।

তিনি বলেন, আমরা এও জানি বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম মাধ্যম হচ্ছে এ শাটল ট্রেন। আসন সংকটের পাশাপাশি বিভিন্ন সময় শাটল ট্রেনে চুরি, ছিনতাই, যৌন হয়রানি, পাথর নিক্ষেপসহ নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। আর প্রতি বছর বছর শিক্ষার্থী বাড়লেও বাড়েনি শাটল ট্রেনের শিডিউল। যে কারণে ট্রেনের ছাদে চড়তে গিয়ে শিক্ষার্থী আহত এবং পরবর্তীতে ক্যাম্পাসে নজিরবিহীন ভাংচুর।

আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিতভাবে ভাংচুর চালিয়েছে একটি পক্ষ। যারা দেশের বিভিন্ন ক্যাম্পাসে অশান্তি, অরাজকতা এবং দখল প্রতিষ্ঠা করতে চায় তারাই এ ভাংচুরের সাথে জড়িত বলে আমরা মনে করি। না হয় কোন প্রকার উস্কানি ছাড়াই পুলিশ বক্সে ভাংচুরের পর অগ্নিসংযোগ করা হবে কেন?

সাবেক এই শিক্ষার্থী আরো বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি, ছাত্র রাজনীতি করেছি, শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছি, কিন্তু শিক্ষার্থীদের অধিকার আদায়ের নামে কোন প্রকার ধ্বংসাত্নক কর্মকাণ্ড চালাইনি।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। সরকার সারাদেশে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত এবং শিক্ষার মানোন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করছে। কিন্তু তারপরও কারা পরিকল্পিতভাবে শিক্ষার সুষ্টু পরিবেশ বিনষ্টে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদেরকে খুঁজে বের করতে হবে।

এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে একাডেমিক শাস্তির পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ারও আহবান জানান তিনি। পাশাপাশি দেশের অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের নিরাপদ আসা যাওয়া নিশ্চিতে শাটল ট্রেনের বগি ও বাস বৃদ্ধি করা এবং প্রয়োজনে বিআরটিসি বাস সার্ভিস চালু করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানান খোরশেদ আলম সুজন।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের বন্দর থানার এলাকা থেকে শামীম মাসুদ (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত  রোববার (১৯ অক্টোবর) থানার বে-টার্মিনাল এলাকা থেকে

বিস্তারিত »

শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে দাবি না মানলে বুধবার পদযাত্রা ঘোষণা

  অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা চলতি বছরের ২৮ জানুয়ারি সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ মোট পাঁচটি দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী

বিস্তারিত »

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র 

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমি চাই চট্টগ্রাম হোক একটি ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটি, যেখানে সব ধর্ম, বর্ণ ও

বিস্তারিত »

রোববার বেলা ১১টায় গুলশানে সংবাদ সম্মেলন করবে বিএনপি

রোববার বেলা ১১টায় গুলশানে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি/ ফাইল ছবি রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন

বিস্তারিত »

মৃত্যুবার্ষিকীতে আইয়ুব বাচ্চুকে নিয়ে স্ত্রীর আবেগঘন বার্তা

দেশীয় ব্যান্ড সংগীতের অন্যতম দিকপাল, গিটার জাদুকর, এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু। রুপালি গিটার ফেলে চলে গেছেন, কিন্তু আজও আইয়ুব বাচ্চু প্রাণবন্ত হয়ে আছেন ভক্তদের হৃদয়ে।

বিস্তারিত »

করপোরেট সিন্ডিকেট না ভাঙলে ১ নভেম্বর থেকে ডিম-মুরগি উৎপাদন স্থগিত

সরকার দেশের পোলট্রি খাত নিয়ন্ত্রণ করা করপোরেট সিন্ডিকেট না ভাঙলে ১ নভেম্বর থেকে ডিম-মুরগি উৎপাদন স্থগিত করার হুমকি দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন

বিস্তারিত »

শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

প্রাইমমুভার ও সিঅ্যান্ডএফ শ্রমিকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। বন্দর থেকে সব ধরনের পণ্য ও কনটেইনার আনা-নেওয়া বন্ধ রয়েছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল

বিস্তারিত »

ইধিকার বিয়ের নিয়ে যা বললেন

ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের পর ভারতীয় বাংলা সিনেমায় নাম লেখান। সেখানে একের

বিস্তারিত »

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান হাসপাতালে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান পিত্তথলির জটিলতায় অসুস্থ হয়ে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে এ তথ্য দিয়েছেন

বিস্তারিত »