ভক্তদের নিয়ে তারকাদের যেমন আছে বিড়ম্বনার ঘটনা তেমনি যুক্ত হয় কিছু সুখ ঘটনাও। তেমন একটি নজির সামনে এল। অভিনেতা-প্রযোজক ডিপজলের জন্য ২৫ লাখ টাকার খাট তৈরি করেছেন এক ভক্ত।
তিনি মূলত ব্রাহ্মণবাড়িয়ার ফার্নিচার ব্যবসায়ী। নাম দুলাল মিয়া।
দুলাল মিয়া বলেন, “২০০৮ সালে মনোয়ার হোসেন ডিপজল অভিনীত ‘দাদীমা’ সিনেমা দেখার পর থেকে আমি তর অন্ধ ভক্ত। এরপর থেকে প্রতিটি চলচ্চিত্রই দেখা হয়েছে।”
আর ভালোবেসে তিনি ডিপজলকে মামা নামে ডাকেন। দুলাল আরও জানান, ডিপজলের প্রতি ভালোবাসা থেকেই রাজকীয় খাটটি তৈরি করেছেন তিনি। তাজমহলের ডিজাইনের এই খাটটি তৈরি করতে তার সময় লেগেছে দীর্ঘ ৩ বছর ৮ মাস।
এর দৈর্ঘ্য সাড়ে ৮ ফুট ও প্রস্থ সাড়ে ৬ ফুট। এটি তৈরি হয়েছে আসল আকাশি কাঠ ব্যবহার করে। এছাড়াও নকশায় ব্যবহার করা হয়েছে ৩৮৭টি গোলাপ ফুলের ডিজাইন ও বিভিন্ন অংশ সংযোগ করতে ব্যবহার হয় ৮০টি নাট।