জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘হাবু’ খ্যাত অভিনেতা চাষী আলম নতুন জীবনে পা দিলেন। তিনি এখন বিবাহিত। শুক্রবার (২৫ আগস্ট) রাতে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে নিকট আত্মীয় ও সহকর্মীদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
অনুষ্ঠানে ‘ব্যাচেলর পয়েন্ট’ শিল্পীদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শুধু হাজিরই নয়, খুনসুটিতে চাষী আলম ও শিল্পীরা মাতিয়ে রাখেন। যা করা হয় চাষী ও তার স্ত্রী রেজিনা খান তুলতুলকে ঘিরে। বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ইভানা পারিসা, অনিক ও শিমুল শর্মাসহ বেশ কয়েকজন।
অনুষ্ঠানে আসা অন্যদের সঙ্গেও বেশ খুনসুটি করতে দেখা যায় চাষীকে। বিশেষ করে নব্য বরকে দিয়েই সেলফি তুলিয়েছেন অনেকে। হাবুও ছবি তোলার সময় স্বভাবসূলক অঙ্গভঙ্গি করে মজায় মাতেন।
জানা যায়, চাষী আলমের অভিনয়ের ভক্ত ছিলেন তার স্ত্রী তুলতুল। এরপর পরিচয়। সেই থেকে পরিণয়ে গড়াল তাদের সম্পর্ক।
এ প্রসঙ্গে চাষী আলম বলেন, ‘তুলতুলের এক ভাগনে আমার কাজের ভক্ত। একদিন উত্তরার এক দোকানে কয়েকজন বন্ধু মিলে চটপটি খাচ্ছিলাম। ভাগনের সঙ্গে সেখানে তুলতুলও চটপটি খেতে এসেছিল। আমাকে দেখে তুলতুল ও তার ভাগনে ছবি তুলল। আমার অভিনয়ের প্রশংসা করল। ওই দিনই প্রথম পরিচয়। আমার ফোন নম্বর নিয়েছিল।’
তিনি আরও বলেন, ‘এর কিছুদিন পর ফোনে আমাদের দুজনের কথা আদান–প্রদান শুরু হয়। একটা পর্যায়ে পরস্পরের প্রতি ভালো লাগা কাজ করে। বেশি দিন তো প্রেমের স্বাদ নিতে পারলাম না।’
চাষী আলমের স্ত্রী তুলতুল গত বছর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছেন ।