আগুনে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি চাষিদের।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জামাল উদ্দিন জানান, সকাল ১০টার দিকে প্রথমে রফিকুল লস্করের পানবরজে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশপাশের বরজে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঝিনাইদহ ও হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে মারুফ লস্কর, ফারুক লস্কর, তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম, গোলজার হোসেন, রহমত আলি, সিরাজুল ইসলাম, সায়েম আলি, রুবেল হোসেন, মিল্টন হোসেন, আব্দুল হালিম, মনোয়ার হোসেন, আবুল কালাম, আব্দুল ওহাব, ইউসুফ আলি, শামীম হোসেন, আবু তাহের, মসলেম উদ্দিন, শুকুর আলি, দেবারুল ও রফিকুল ইসলামের ৩০ বিঘা পানবরজ ছাই হয়ে যায় বলে জামাল উদ্দিন জানান।
বরজে কাজ করার সময় কারও ফেলে দেওয়া বিড়ি বা সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
আগুনে ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব এখনই জানানো সম্ভব নয় বলে ফায়ার ব্রিগেডের কর্মকর্তা জামাল উদ্দিন জানান।-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম