
চট্টগ্রামের বিপণি বিতানগুলোর মধ্যে জহুর হকার্স মার্কেটে অগ্নি নিরাপত্তা ঝুঁকি বেশি।

অগ্নিঝুঁকি রোধে চট্টগ্রামের প্রত্যেক মার্কেটে ‘ফায়ার সেফটি প্ল্যান’ বা ‘আগুন নিবারক পরিকল্পনা’ বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন ডিসি আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।
মার্কেটগুলোতে ‘ফায়ার সেফটি প্ল্যান’ না মানলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সোমবার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে চট্টগ্রামের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও জনসচেতনতা বাড়াতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন ডিসি।
বৈঠকে ফখরুজ্জামান বলেন, “জাতীয় দুর্যোগসহ অগ্নি-দুর্ঘটনা পরিস্থিতি মোকাবেলার জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। বঙ্গবাজারের মতো পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রেখে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

বৈঠকে বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী সমিতি ও ব্যবসায়ীদের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনার পর ১১টি সিদ্ধান্ত নেওয়া হয়।
এর মধ্যে উল্লেখযোগ্য হল, মার্কেটগুলোতে প্রতিটি দোকানে ফায়ার লাইসেন্সসহ অগ্নিনির্বাপক যন্ত্র রাখতে হবে, প্রতিটি মার্কেটকে আগুন মোকাবেলায় নিজস্ব পরিকল্পনা করতে হবে, মার্কেটগুলোতে সিসি ক্যামেরা লাগাতে হবে, যাবতীয় কেবল মাটির নিচে নেওয়ার উদ্যোগ নিতে হবে, বিদ্যুতের লাইনের তার সময়োপযোগী করতে হবে।

এছাড়া নগরীর বিভিন্ন এলাকার পুকুর অবৈধ দখলমুক্ত করে চারদিকে হাঁটার জন্য ওয়াকওয়ে নির্মাণে তিন সদস্যের একটি দল গঠন করা হবে।
সভায় চট্টগ্রাম চেম্বারের অহিদ সিরাজ চৌধুরী স্বপন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও মার্কেটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
