চট্টগ্রামের কালুরঘাটের কর্ণফুলী নদীতে ফেরির সঙ্গে নৌকার ধাক্কা লেগে এক যাত্রী নিখোঁজ রয়েছেন। তার নাম আশরাফ উদ্দিন কাজল (৪৮)। একই ঘটনায় নদীতে পড়ে যাওয়া নুর কাদের (৩৮) নামে অপর এক যুবককে উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে কালুরঘাটের পশ্চিম পার থেকে পূর্ব পারে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ আশরাফের বাড়ি বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী ৩ নম্বর ওয়ার্ড এলাকায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী আলমগীর নামে এক যুবক জানান, ফেরিটি বোয়ালখালী থেকে চট্টগ্রাম শহরের দিকে আসার সময় একটি নৌকার সঙ্গে ধাক্কা লাগে। এ সময় নৌকার দুই যাত্রী পানিতে পড়ে গেলেও নুর কাদের নামে এক যুবককে উদ্ধার করা হয়েছে। তবে আশরাফ উদ্দীন কাজল নামে আরে যাত্রী নদীতে তলিয়ে গেছেন। তাকে উদ্ধারে ডুবুরিরা অভিযান চালাচ্ছে। উদ্ধার অভিযানের জন্য বর্তমানে ফেরি চলাচল বন্ধ রয়েছে।