কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার অংশে মাইন বিস্ফোরণে দেশটির এক নাগরিক মারা গেছে। মঙ্গলবার (২ জুলাই) বিকাল পৌনে তিনটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে বিষয়টি জানাজানি হয়। ওই ব্যক্তির নাম মোহাম্মদ আয়াছ বলে জানা গেছে। এর বেশি কিছু আর জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম।
তিনি বলেন, মাইন বিস্ফোরণের ঘটনায় মিয়ানমারের এক নাগরিককে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে কয়েকজন। তবে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তাকে যারা নিয়ে এসেছিলো তারাও পালিয়ে গেছে। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।