চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে উপমহাদেশের খ্যাতিমান কবিয়াল একুশে পদকপ্রাপ্ত কবিয়াল রমেশ শীলের ৫৬ তম মৃত্যুবার্ষিকী স্মরণে এক সাহিত্য সন্ধ্যা গতকাল ৫ এপ্রিল সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী।
প্রধান আলোচক ছিলেন কবি আশীষ সেন। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে আলোচনায় অংশগ্রহণ করেন সঙ্গীতশিল্পী অচিন্ত্য কুমার দাশ, কবি ও আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী, কবি সজল দাশ, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, সংস্কৃতিকর্মী নিলয় দে, কানুরাম দে,প্রণব চক্রবর্তী, সবুজ চৌধুরী রকি, প্রদীপ নন্দী প্রমুখ।সভায় বক্তারা বলেন যিনি আলোকিত করেছেন চেতনাকে, বোধকে, বিবেককে,সমাজকে,দেশকে সেই হিরন্ময় পুরুষ, রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদকপ্রাপ্ত, মান-হুঁশ এর অহংকার, উপমহাদেশ খ্যাত কবিয়াল স¤্রাট রমেশ শীল। দেশপ্রেম আর মানবতায় ভাস্বর এই ক্ষণজন্মা পুরুষ। চেতনায় নিই এই মণীষীর আদর্শ মনোনিবেশ করি এই কীর্তিমানের অনুশীলন,অনুধ্যানে। তবেই সম্ভব মনুষ্য জন্মের সার্থকতা।