চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন মো: এমরারনর উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, ইফতার মাহফিলের মাধ্যমে ভ্রাতৃত্ব ও সোহার্দ্যপূর্ণ সামাজিক বন্ধন গড়ে উঠে। আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সারা বিশে^র বিভিন্ন দেশে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধু বাংলাদেশের নয় বিশে^র অনেক দেশের রাস্ট্র প্রধানরাও এমন উন্নয়নের নজির দেখাতে পারেনি। তাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বারবার ক্ষমতায় থাকতে হবে। তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের জনপ্রতিনিধির জনগণের স্বার্থে কাজ করে যেতে হবে। এবং মাঠেঘাটে উন্নয়ন সম্পর্কে জাতিকে বুঝাতে হবে।
তিনি আরও বলেন, যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে যেন আমরা উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলতে পারি এবং ২০২১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ এবং ২০৪১ সাল নাগাদ উন্নত সমৃদ্ধ দেশ ও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি সকলকে একসাথে কাজ করার আহবান জানান।
চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন মো: এমরানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস. এম সেলিম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন, জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ, আবু আহমেদ চৌধুরী জুনু, এস এম আলী আবরাহা দুলাল, নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম, ফারহানা আফরিন জিনিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমীন চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, চসিক কাউন্সিলর আবুল হাসনাত মো: বাবুল, উপজেলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম।