সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২৮ পৌষ, ১৪৩২, ২২ রজব, ১৪৪৭

‘একদিন না একদিন পরজয়টা হওয়া দরকার ছিল’

ক্রীড়া ডেস্ক

মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয় তাকে। জাতীয় দলের অধিনায়ক থাকাবস্থায় তার অধীনে টাইগাররা প্রথমবারের মতো ঐতিহাসিক কিছু জয় পেয়েছে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে নামার আগে আরও চারবার শিরোপার লড়াইয়ে নেমেছিলেন তিনি। তার সবকটিতেই তিনি জয় নিয়ে মাঠ ছেড়েছিলেন। তবে নবম আসরের ফাইনালটা আর পক্ষে আসেনি মাশরাফির। এর মাধ্যমেই কি নিজের শেষ দেখছেন বাংলার সফলতম কাপ্তান!

দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আকর্ষণীয় এই ম্যাচে দু’দলই সমান উত্তেজনা তৈরি করেছিল। তবে শেষ পর্যন্ত মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৭ উইকেটে হেরেছে মাশরাফির দল সিলেট স্টাইকার্স। পরবর্তীতে বিজিত দলের অধিনায়ক মাশরাফি সংবাদ সম্মেলনে আসেন।

সিলেটের পরাজয়ে বিপিএলের ফাইনালে মাশরাফির অপরাজিত থাকার রেকর্ড এবার ভেঙে গেছে। এ নিয়ে জানতে চাইলে মাশরাফি বলছেন, ‘একদিন না একদিন এমনটা হওয়া দরকার ছিল, সেটা আজকেই হয়েছে। ভালো হয়েছে। সবকিছুরই তো শেষ আছে।’

পরবর্তীতেও সিলেটের নেতৃত্বে থাকার প্রশ্নে মাশরাফি জানান, ‘পরের বছর তো অনেক দূরে। ততদিন পর্যন্ত যদি সুস্থ থাকি।’

বিপিএলে সিলেট প্রত্যাশা পূরণ করতে পেরেছে কিনা এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আগের দিনও বলেছিলাম আমাদের এটা বাজেটের দল। নির্দিষ্ট বাজেটের বাইরে যাওয়ার আসলে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সুযোগ ছিল না। তারপরও উনারা সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের বেশিরভাগই দেশি ব্যাটার যারা, তারা টপ অর্ডারেই ছিল। তারা পারফর্ম করেছে, পুরো অথরিটি নিয়েই খেলতে পেরেছে। বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের দায়িত্ব নিয়ে খেলতে পারাটা। এই ধরনের টুর্নামেন্ট থেকে এটা হয়তো তাদের ভবিষ্যতেও কাজে লাগবে।’

দলের সতীর্থরা নিজেদের সর্বোচ্চটুকু দিয়েছে উল্লেখ করে সিলেটের অধিনায়ক জানান, ‘যা হয়েছে আমি এর চেয়ে বেশি কিছু চাইতে পারতাম না। ছেলেরা যতটুকু চেষ্টা করেছে, এর চেয়ে বেশি আশা করা যায় না। তবে হ্যাঁ, শেষদিন মাঠে যারা ভালো খেলবে, তারাই জিতবে। আমরা ভালো খেলিনি এই কথা বলা ঠিক হবে না। ছেলেরা ভালো খেলেছে। কিন্তু কিছু জায়গায় ম্যাচটা আমাদের হাত থেকে চলে গেছে।’

প্রসঙ্গত, ২০১২ সালে বিপিএলের উদ্বোধনী আসরে মাশরাফিকে অধিনায়ক করে দল সাজায় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। সেবার তার অধীনের দলের হাতে আসরের শিরোপা উঠেছিল। এরপর ২০১৩ সালেও ঢাকার হয়ে এবং ২০১৫ সালে বিপিএলে অভিষেক হওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হাতে আসরসেরা বানান মাশরাফি। সর্বশেষ ২০১৭ সালে ফ্র্যাঞ্চাইজি বদলালেও ভাগ্যকে সঙ্গে নিয়ে যান মাশরাফি। খর্বকায় পারফর্ম্যান্স নিয়ে আসর শুরু করেও শেষ হাসি হাসে মাশরাফির দল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস ১৪ রানের রোমাঞ্চকর জয়ে

বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে হাইস্কোরিং লড়াইয়ে সিলেট টাইটান্সকে ১৪ রানে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। এই জয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে দলটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট

বিস্তারিত »

মোস্তাফিজ সুখবর পেলেন

আইপিএলে না থাকলেও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মাঠের বাইরে থাকছেন না মোস্তাফিজুর রহমান। আইপিএল চলাকালীন সময়েই তিনি খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এমনটাই জানা গেছে

বিস্তারিত »

বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির, ভারতে না খেললে পয়েন্ট হারানোর শঙ্কা

ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ম্যাচ ভেন্যু পুনর্বিবেচনার যে অনুরোধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করেছিল, তা প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইএসপিএনক্রিকইনফোর বরাতে

বিস্তারিত »

মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যক্কারজনক: সংস্কৃতি উপদেষ্টা

ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের চাপের মুখে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে স্কোয়াড থেকে মোস্তাফিজকে ছেঁটে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স।

বিস্তারিত »

সাড়ে চুয়াল্লিশ বছর আগে যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সমাহিত করা হয়, সেই জিয়া উদ্যানে স্বামীর পাশেই শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার বিকালে

বিস্তারিত »

ঘরের মাঠে লজ্জার সামনে ভারত, ইতিহাসের সামনে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি টেস্টে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনের শেষে ৩১৪ রানে এগিয়ে রয়েছেন টেম্বা বাভুমার দল। দ্বিতীয় ইনিংসে ১০ উইকেটই তাদের হাতে রয়েছে। নিশ্চিতভাবেই চতুর্থ

বিস্তারিত »

হঠাৎ বেড়েছে শীতের সবজির দাম

মাত্র তিন-চার সপ্তাহ আগেই শীতকালীন সবজির আগাম সরবরাহে দাম কমেছিল রাজধানী ঢাকার বাজারগুলোতে। এরপর অনেকটাই নাগালে চলে আসে সবজির দাম। এমনকি গত সপ্তাহেও দামে স্বস্তি

বিস্তারিত »

আয়ারল্যান্ডকে ধবলধোলাই করলো বাংলাদেশ

মুশফিকুর রহিমের শততম টেস্টে আয়ারল্যান্ডকে ২১৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সিরিজের দুটি টেস্ট জিতে আইরিশদের ধবলধোলাই করলো স্বাগতিকরাা। দ্বিতীয় ইনিংসে ২৯১ রানে অলআউট হয়েছে

বিস্তারিত »

কাজাখস্তানের গোলকিপার রুখে দিলেন বেলজিয়ামকে

  বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে নেমে হোঁচট খেল বেলজিয়াম। কাজাখস্তানের গোলকিপার তেমির্লান আনারবেকভের একের পর এক দুর্দান্ত সেভে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছে। গত শনিবার

বিস্তারিত »