বর্ষীয়ান রাজনীতিবিদ, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৪৭ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
মোছলেম উদ্দিন দুই বছর ধরে প্যানক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি প্রায় এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
উল্লেখ্য, বোয়ালখালী-চান্দগাঁও আসনের সংসদ সদস্য ও জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদলের মৃত্যুর পর ২০২০ সালের ১৩ জানুয়ারি শূন্য আসনে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ ।
মোছলেম উদ্দিন আহমেদ ১৯৬৯ সালে ছাত্রলীগের সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম শাখার সহসভাপতি হিসেবে নিযুক্ত হন। পরে চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শহর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি ১৯৮২ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হন। বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার বর্তমান সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।
প্রবীণ এ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ এমপির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার নির্বাচনী এলাকা ছাড়াও চট্টগ্রামের আওয়ামী পরিবারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।