চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে আরেকবার দরকার। আজ দেশের এই ক্রান্তিকাল উত্তোরণের শক্তি ও হিম্মত আছে একমাত্র আওয়ামী লীগের। কারণ আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক সংগঠন মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে বাঙালির বিজয় নিশ্চিত করেছিল। আওয়ামী লীগের যেমন গৌরব ও উজ্জ্বল অতীত রয়েছে এবং উজ্জল বর্তমান ও ভবিষ্যত আওয়ামী লীগের হাতেই নিহিত আছে। তিনি আজ বিকেলে ৪৩নং আমিনজুট মিল সাংগঠনিক ওয়ার্ডের শেখ হাসিনার ৪ঠা ডিসেম্বরে পলোগ্রাউন্ড জনসভা সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত কার্যকরি কমিটির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আজকে প্রমাণ করার সময় এসেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক শক্তিতে বলীয়ান। এই শক্তিতেই অবশ্যই পলোগ্রাউন্ডে শেখ হাসিনার জনসভা অবশ্যই সফল হবে। তাই দলীয় নেতাকর্মীদের এখনই আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের অর্জন ও সফলতাগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন মুন্সীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত কার্যকরী প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক। আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মহব্বত আলী খান, পাঁচলাইশ থানা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমানসহ নেতৃবৃন্দ।