চট্টগ্রাম নগরীতে বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ১৬ ও ১৭ ডিসেম্বর কোন কোন সড়কে যান চলাচল বন্ধ থাকবে তা জানিয়েছে কর্তৃপক্ষ।
নগর পুলিশের (সিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগের দেওয়া নির্দেশনাটি চট্টগ্রাম জেলা প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ ডিসেম্বর নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে মহান বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানসহ শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর ১৭ ডিসেম্বর বিকেল ৩টা থেকে সুবর্ণজয়ন্তীর কনসার্ট আয়োজন করা হয়েছে।
এজন্য ১৬ ডিসেম্বর বৃহস্পতিার সকাল ৭টা থেকে ও পরদিন বিকেল ৩টা থেকে এম এ আজিজ স্টেডিয়াম ঘিরে ইস্পাহানি মোড় থেকে কাজির দেউড়ি, কাঠের বাংলো থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আট মার্সিং মোড় থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ন্যাভাল ক্রসিং থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
অনুষ্ঠানে আসা যানবাহনগুলো ইস্পাহানি মোড়, কাজীর দেউড়ি মোড় ও ন্যাভাল ক্রসিং মোড় ড্রপিং জোন হিসেবে ব্যবহার করতে পারবে এবং পরবর্তীতে প্রধান পার্কিং স্থান হিসেবে জামিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদ মাঠ ও পলোগ্রাউন্ড মাঠে পার্কিং করতে পারবে। অবশিষ্ট যানবাহন সিআরবি সড়কে পার্কিং করতে পারবে।
চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নগরীর চকবাজার প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ১৬ ডিসেম্বর সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান ও শপথ গ্রহণ আয়োজন করেছে।
সেদিন সকাল ৭টা থেকে গুলজার মোড় থেকে গণি বেকারি ও প্যারেড কর্নারের উত্তর ও পূর্ব পাশের মোড়ে যান চলাচল বন্ধ থাকবে। অনুষ্ঠানে আসা সব যানবাহন হাজী মুহাম্মদ মহসীন কলেজ মাঠে পার্কিং করতে পারবে।
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী সুষ্ঠু ও সুন্দরভাবে উপযাপনের জন্যে নগরবাসীর সহযোগিতা কামনা করা হয় বিজ্ঞপ্তিতে।
– বিডিনিউজ