বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন, ১৪৩২, ১৬ রবিউস সানি, ১৪৪৭

নির্বাচনের অনিশ্চয়তার মেঘ কেটে গেছে : মান্না

মুক্তি৭১ ডেস্ক

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচন নিয়ে আগে যেখানে মানুষের মধ্যে সন্দেহ ও অনিশ্চয়তা ছিল, এখন তা কাটিয়ে ওঠা গেছে। নির্বাচনের অনিশ্চয়তার সেই মেঘ কেটে গেছে।

নির্বাচন যেন গ্রহণযোগ্য হয়, সে লক্ষে প্রচেষ্টা চলছে। দেশের সামনে এখন নির্বাচনের পথ স্পষ্ট হয়ে উঠেছে।

তিনি বলেন, নির্বাচন ছাড়া দেশের সামনে কোনো বিকল্প নেই। এখন যে পরিবেশ তৈরি হয়েছে, তাতে নির্বাচনই একমাত্র উপায়।

আজ সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত ‘আগামী নির্বাচন গুণমানসম্পন্ন ও সবার জন্য গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার, সংস্কার কমিশন ও পরে গঠিত ঐক্যবদ্ধ কমিশনকে ধৈর্য ধরে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই। এতে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যে তীব্র দ্বন্দ্ব ছিল, তা কিছুটা কমেছে। নেতাদের মধ্যে ধীরে ধীরে একটি ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। পারস্পরিক আস্থার ব্যবধানও কিছুটা কমেছে। এখন আর দলগুলোর মধ্যে একঘরে মনোভাব নেই।

গণতন্ত্র মঞ্চ ও ঐক্যজোটের উদ্দেশের বিষয়ে মান্না বলেন, “তারা শুধু ক্ষমতার লোভে নয়, বরং দেশগত গুণগত পরিবর্তনের জন্য রাজনীতি করছেন। ”

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “গণভোটের বিষয়টি আলোচনায় থাকলেও পিআর প্রসঙ্গটি এখন আর আলোচনার কেন্দ্রে নেই। একই দিনে গণভোট ও নির্বাচন—এতে কোনো বাধা নেই। কেবল ভোটের সংখ্যা নয়, প্রার্থীদের কর্মসূচি, দৃষ্টি ও প্রস্তাবনাই নির্বাচনের গুণমান নির্ধারণ করবে। এখন ভোটাররা শুধু ‘মার্কা’ দেখে নয়, মানুষ দেখে ভোট দেবেন। ”

পুলিশ প্রশাসন প্রসঙ্গে মান্না বলেন, “পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা ও প্রয়োজনীয় সংস্কার দ্রুত কার্যকর করার ক্ষেত্রে সরকারের তৎপরতা ছিল না। শুরু থেকেই পুলিশকে যত্নসহকারে উদ্বুদ্ধ করা গেলে ১৩–১৪ মাসের মধ্যেই তাদের আত্মবিশ্বাস আরও দৃঢ় হতে পারতো। ”

তিনি সতর্ক করে বলেন, “রাজনৈতিক উত্তপ্ত আবহ ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে উসকে দেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে। নির্বাচন যদি সুষ্ঠুভাবে না হয়, তবে জাতীয় নিরাপত্তার জন্য তা বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে।

বক্তব্যের শেষে মান্না বলেন, “রাজনীতিকে যেন রাজনীতির মতোই রাখা যায়, সে চেষ্টা অব্যাহত রাখতে হবে। ব্যালান্সিং ফ্যাক্টর হিসেবে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। ভবিষ্যতের দিকে জাতি এখন আশাবাদীভাবে তাকিয়ে আছে। ”

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে নতুন করে সংশয় তৈরি হবে। ইসলামী দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে বামদলগুলোর মধ্যে নতুন জোট গঠনের প্রক্রিয়া চলছে। পুলিশের বর্তমান অবস্থায় মনোবল দুর্বল তাই নির্বাচনকালীন জেন জেনারেশন বা তরুণদের প্রশিক্ষণ দিয়ে দায়িত্ব পালনের সুযোগ দিলে ভোটের পরিবেশ আরও ভালো হবে।

বক্তারা আরও বলেন, নির্বাচন ভালোভাবে হলে দেশ টেকসই ও শান্তিপূর্ণ থাকবে। একই দিনে গণভোটের আয়োজনের বিষয়ে সবাই একমত হলেও, কোনো দল আপত্তি জানালে তা গভীর ষড়যন্ত্রের আশঙ্কা তৈরি হতে পারে। এখনো অনেক সংস্কার বাকি রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী সংস্কার হয়নি, আরপিও আইনেও কালো টাকা রোধের সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই।

তারা সতর্ক করে বলেন, “নিয়োগ, ঘুষ ও টেন্ডার বাণিজ্য চলমান থাকলে নির্বাচন কতটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে—তা নিয়েও সংশয় রয়েছে। কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। ”

আলেচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

দুই আঞ্চলিক শক্তি, এক বিশ্বমোড়ল দেশে প্রভাব বিস্তারের চেষ্টা করছে: সালাহউদ্দিন

দেশের ওপর আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে বর্তমানে তিনটি বিদেশি শক্তি সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। গত মঙ্গলবার (৭

বিস্তারিত »

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু

দল হিসেবে আওয়ামী লীগকে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে তদন্ত শুরু হয়েছে। গত মঙ্গলবার (৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন

বিস্তারিত »

গণভোটে জনগণ ‘জুলাই সনদের’ বিপক্ষে ভোট দিলে জামায়াতের আপত্তি নেই

জাতীয় সংসদ নির্বাচনের আগেই ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮

বিস্তারিত »

নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করতে ‌‘গভীর ষড়যন্ত্র’ চলছে : ফখরুল

গত মঙ্গলবার (৭ অক্টোবর) সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষ্যে ‘শিক্ষক মহাসমাবেশে’ তিনি এই আহ্বান জানান। বিএনপি-সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, অবসর বয়স

বিস্তারিত »

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আইনি পথ খোঁজা হচ্ছে

ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের পতনের মাস ছয়েক পর দলটি নিষিদ্ধের দাবিতে ঢাকায় ব্যাপক বিক্ষোভ হয়। এর জেরে বিভিন্ন

বিস্তারিত »

সবার আগে দেশের স্বার্থ: তারেক রহমান

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্বার্থ সবসময়ই সর্বোচ্চ প্রাধান্য পাবে। সোমবার প্রকাশিত বিবিসি বাংলা সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তিনি ভারতের সঙ্গে

বিস্তারিত »

১০ লাখ সরকারি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দায়িত্ব পালন করা প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ

বিস্তারিত »

জাপার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী

বিস্তারিত »

ওএসডি ৬৯ উপসচিবকে পদায়ন

জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা ৬৯ জন উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে বদলি পূর্বক পদায়ন করেছে সরকার। রোববার (৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ

বিস্তারিত »