রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮ অগ্রহায়ণ, ১৪৩২, ১ জমাদিউস সানি, ১৪৪৭

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে নুর

হাসিনার গদি চ্যালেঞ্জ করে আন্দোলন করেছি, তখনো এমন হামলার শিকার হইনি

মুক্তি৭১ ডেস্ক

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনার গদি চ্যালেঞ্জ করে আন্দোলন করেছি, তখনও আইনশৃঙ্খলা বাহিনীর এমন বর্বরোচিত হামলার শিকার হইনি। এবার যে হামলা হয়েছে, তা ছিল একটি টার্গেট অপারেশন—আমাদের টার্গেট করে অন্যদের বার্তা দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, “আমি অন্যান্য রাজনৈতিক দল ও গণআন্দোলনের নেতাদের বলতে চাই—আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান, তাহলে এই হামলার ঘটনায় যেই জড়িত থাকুক না কেন, যত বড় ক্ষমতাধর হোক না কেন, তাদের বিচারের মুখোমুখি করতে হবে, চাকরিচ্যুত করতে হবে।”

তিনি আরও বলেন, “বিগত আওয়ামী লীগ সরকার একটি বিতর্কিত নির্বাচন করেছিল, তখন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের গলায় জুতার মালা পরানো হয়েছিল, সাবেক এক প্রধান বিচারপতি দেশ ছেড়ে পালিয়েছিলেন। এবারও যদি আমাদের ওপর হামলার বিচার না হয়, ভবিষ্যতে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে।”

নুর অভিযোগ করে বলেন, “দুঃখজনকভাবে আমরা দেখছি, আগের মতোই তদন্ত কমিটি গঠন করা হয়েছে, মিটিং হচ্ছে, কিন্তু প্রতিবেদন আলোর মুখ দেখছে না। প্রায় ৩৫ দিন পার হয়ে গেছে, বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন হলেও তাদের কর্মকাণ্ডে গাফিলতি স্পষ্ট।”

তিনি আরও বলেন, “আমরা সরকারকে সহযোগিতা করছি, কিন্তু কোনো সুবিধাভোগী নই। এখন দেশে নির্বাচন নিয়ে বিভাজন দেখা দিচ্ছে, পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। যদি বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন না হয়, দেশ আবারও সংকটে পড়বে।”

এক প্রশ্নের জবাবে নুর বলেন, “একটা দলের প্রধানকে এভাবে আক্রমণ করা হলে সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে? সমঝোতার নির্বাচনে যাদের ইশারা দেওয়া হবে, তারাই নির্বিঘ্নে প্রচারণা চালাবে, আর যাদের সিগন্যাল দেওয়া হবে না, তাদের ওপর হামলা চালিয়ে মাঠ ছাড়তে বাধ্য করা হবে।”

তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হিসেবে আমার ওপর হামলার ঘটনার তদন্ত ও জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশে সুষ্ঠু নির্বাচন হবে কি না তা নিয়ে বড় ধরনের সংশয় থেকে যাবে।”

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরুল হক নুর গুরুতর আহত হন। এতে তার মাথায় আঘাত লাগে এবং নাকের হাড় ভেঙে যায়। পরে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্লট বরাদ্দে অনিয়মে রায় ২৭ নভেম্বর 

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি জমি বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রাষ্ট্র এবং আসামি পক্ষের

বিস্তারিত »

সংকট তৈরি করা হয়েছে: মির্জা ফখরুল

দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটা সংকট তৈরি করা হয়েছে, সেটা অপ্রয়োজনীয় সংকট। সেটার কোনো প্রয়োজন ছিল না।

বিস্তারিত »

গুলশান-বনানীতে নির্বাচনী হাওয়া

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগেই রাজধানীর অভিজাত এলাকা-গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্টজুড়ে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত »

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি

বিস্তারিত »

রাষ্ট্র পরিচালনার নীতি নিতে হবে: আমীর খসরু

ঢাকায় বসে নয়, জনগণের রায় নিয়েই রাষ্ট্র পরিচালনার নীতি নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণের

বিস্তারিত »

আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের প্রস্তাব দেবে ভারত? যা জানা গেল

৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত প্রেক্ষাপটের রাজনীতিতে আওয়ামী লীগের স্থান নেই। পতিত স্বৈরাচারী সরকারের অনেক নেতাই গেল বছর থেকেই পলাতক অবস্থানে আছেন। এমন পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে

বিস্তারিত »

নির্বাচনের দিকে এগিয়ে চলুন: মির্জা ফখরুল

দেশে চলমান জটিল পরিস্থিতি ও সংকট থেকে বেরিয়ে আসার দায়িত্ব সরকারেরই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে

বিস্তারিত »

পরীক্ষা দিতে গিয়ে পিটুনি খেলেন ছাত্রলীগ নেতা

চট্টগ্রাম নগরীর হাজারী লেন এলাকায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ক্যাম্পাসে আশিফুল হক (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি

বিস্তারিত »

শুনানি আজ হানিফসহ ৪ জনের অভিযোগ

জুলাই-আগস্ট আন্দোলন চলাকালীন কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি আজ।

বিস্তারিত »