দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ি দীঘিনালার মেরুং ইউনিয়নের ভূইয়াছড়ার মৎস্যজীবী মো. লোকমান হোসেনকে পার্বত্য চট্টগ্রাম মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প রাঙ্গামাটির আওতায় মৎস্য উপকরণ প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ জুন) সকাল ১১টায় দীঘিনালা মৎস্য দপ্তরের আয়োজনে ক্রীক বাঁধ জলাশয়ে গিয়ে মৎস্য উপকরণ প্রদান করেন দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্তকর্তা অবর্না চাকমা ও সাংবাদিক মো. সোহেল রানা।
উপকরণ পেয়ে মো. লোকমান হোসেন বলেন, আমি ২০১৮ সাল থেকে মাছ চাষ শুরু করি। দীঘিনালা উপজেলা মৎস্য অফিস থেকে দুই বার মাছ চাষের উপর প্রশিক্ষণ নিয়েছি। আমাকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প রাঙ্গামাটির মাধ্যমে ২০২৩-২৪ অর্থ বছরে ০.৪৮হেক্টরের একটি ক্রীক বাঁধে (জলাশয়) চাষ করার জন্য দেয়া হয়। আমি এ জলাশযে বিভিন্ন প্রকার কার্প জাতীয় মাছ চাষ করছি এবং রেনু চাষ করে মাছের পোনাও বিক্রয় করছি। মাছ চাষ করে এখন আমি অনেক স্বাবলম্ভী। আমি তামাক চাষ করতাম এখন থেকে সেটা আর করবো না।
উপজেলা মৎস্য কর্মকর্তা অর্বনা চাকমা বলেন, মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প রাঙ্গামাটি এর ২০২৩-২৪ অর্থ বছরের আওতায় দীঘিনালা উপজেলা মৎস্য দপ্তরের মাধ্যমে মো. লোকমান হোসেনকে ক্রীক বাঁধের মাধ্যমে (০.৪৮ হেক্টর)জলাশয় মৎস্য চাষ করার জন্য তৈরি করে দেয়া হয়। এ জলাশয়ে মৎস্য চাষের প্রদর্শনী খামার স্থাপনের জন্য মৎস্য উপকরণ হিসেবে সার, মাছের পোনা, মাছের খাদ্য, চুন, ঝাকি জাল, প্লাটিকের ড্রাম,মগ, বালতি প্রদান করা হয়।