পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী চট্টগ্রামের নাজিরহাট শাখার ব্যবস্হাপনায় অসহায় গরীব দুস্হদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রোববার (৭ এপ্রিল) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মীর মোহাম্মদ অলি উল্লাহ্ মাইজভাণ্ডারী (রহ.)’র ওরশ শরীফ এন্তেজামিয়া কমিটির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ আওয়ামী লীগ নেতা সৈয়দ মোহাম্মদ বাকের।
অতিথি ছিলেন সৈয়দ মোমিন উল্লাহ রাশেদ, যুবলীগ নেতা মোহাম্মদ হাসান, ইউপি সদস্য মোহাম্মদ নুরুন নবী।
আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী নাজিরহাট শাখার সভাপতি বটন কুমার দের সভাপতিত্বে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ ইউছুপ, মোহাম্মদ আকরাম, মোহাম্মদ হারুন, মোহাম্মদ আলি নেওয়াজ, মোহাম্মদ কামরুল হাসান, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ আবু তৈয়ব, মোহাম্মদ বশর,
মোহাম্মদ রুবেল, মোহাম্মদ আজম, মোহাম্মদ পারভেজ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আল্লাহর অলিগণের শিক্ষা হচ্ছে মানুষের কল্যাণ করা। সে ধারাবাহিকতায় মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া হক মনজিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী(ম.) মানব কল্যাণের দৃষ্টান্ত রাখছেন। তাঁর নির্দেশনায় আশেক ভক্তবৃন্দও এ কাজ করছেন।