মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ২৯ পৌষ, ১৪৩২, ২৩ রজব, ১৪৪৭

ফটিকছড়িতে শেষ সময়ে জমজমাট প্রচারণা, প্রতিশ্রতির ফুলঝুরি

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নির্বাচনী প্রচারণার শেষ সময়ে এসে বিরামহীন প্রচারণা করছেন প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ ও পথসভার মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন তাঁরা। এসময় প্রার্থীরা দিচ্ছেন প্রতিশ্রুতির ফুলঝুরি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে শেষ মুহূর্তে চলছে জমজমাট প্রচারণা। এ আসনে সর্বমোট ৯ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় করছেন।

কোথাও হেঁটে হেঁটে, আবার কোথাও গাড়িতে ভোটারদের বাড়ি যাচ্ছেন প্রার্থীরা। প্রার্থী ছাড়াও ভোটের মাঠ সরগরম রেখেছেন, নেতাকর্মী, তাঁদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা। তারাও নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। বলতে গেলে জমে উঠেছে ভোটের মাঠে প্রচারযুদ্ধ। গণসংযোগ থেকে শুরু করে পোস্টার-ব্যানার সাঁটানো, মাইকিং এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন প্রার্থীরা।

আওয়ামীলীগের খাদিজাতুল আনোয়ার সানি নৌকা প্রতীক নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। তাঁর প্রচারণার অন্যতম আকর্ষণ নৌকা আকৃতির গাড়ি করে নির্বাচনী প্রচারণার মাইকিং।
প্রচারণার শেষ সময়ে তিনি ফটিকছড়ি পৌরসভা, নাজিরহাট পৌরসভা, নানুপুর, আজাদীবাজার সুন্দরপর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময় তিনি নিরাপদ ফটিকছড়ি গড়ে তুলতে নৌকা প্রতীকে ভোট কামনা করেন।

স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এইচ এম আবু তৈয়বও তরমুজ মার্কা প্রতীক নিয়ে প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন। তিনি প্রচারণার শেষে সময়ে মোটর শোভাযাত্রা সহকারে বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন। তিনি নির্বাচিত হলে অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফটিকছড়ির উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন।

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারীও একতারা প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। শেষ সময়ে তিনি বাগানবাজার, নারায়নহাট, সমিতিরহাট, সুয়াবিল, খিরাম, আজাদীবাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন। এসময় তিনি ফটিকছড়ির উন্নয়নের রূপরেখা প্রকাশ করে স্মার্ট ফটিকছড়ি গড়ে তোলার জন্য একতারা মার্কায় ভোট কামনা করেন।

এদিকে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা মো. শাহজাহান ঈগল, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর প্রার্থী মুহাম্মদ হামিদ উল্লাহ মোমবাতি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মীর মুহাম্মদ ফেরদৌস চেয়ার, জাতীয় পার্টির প্রার্থী শফিউল আলম চৌধুরী লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন চৌধুরী ফুলকপি মার্কা প্রতীক নিয়ে শেষ সময়ে এসে প্রচার-প্রচারণা চালিয়েছেন। তারাও নির্বাচিত হলে ফটিকছড়ি উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন।

তবে তরিকত ফেডারেশনের চেয়ারম্যন ফুলের মালা প্রতীকের প্রার্থী আলহাজ্ব নজিবুল বশর মাইজভাণ্ডারীর পক্ষে প্রচারণা চালালেও বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

এদিকে প্রচারণার অংশ হিসেবে প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে ব্যানার পোস্টারে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন সড়ক ও অলি-গলি। চলছে গান শ্লোগান মাইকিং। প্রার্থীদের পক্ষে তাদের অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

ভোটাররাও নানা হিসাব কষছেন কোন প্রার্থী জিততে পারেন, কে জিতলে ভাল হবে। মূলত এসব বিষয় নিয়ে চলছে আলোচনা সমালোচনা জল্পনা কল্পনা।সবমিলিয়ে উপজেলা জুড়ে নির্বাচনী আমেজ।

ফটিকছড়ির আসনে এবারে ভোটার সংখ্যা ৪,৫৬,৪৯০ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২,৩৯,৯০৪ জন। মহিলা ভোটার ২,১৬,৫৮৩ জন। হিজড়া ভোটার ৩ জন। ১৪২টি কেন্দ্রের মধ্যে ২২ কেন্দ্রকে অধিক ঝুকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়ন যাচাই বাছাই করা হয় ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানির তারিখ ছিল ৬-১৫ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া ১৮ ডিসেম্বর।

আগামী ৭ জানুয়ারি রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

প্রধান উপদেষ্টার আহ্বান জাপানে আরও বাংলাদেশি নিয়োগের 

গত রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবে ও জাপানি উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন |

বিস্তারিত »

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত আসছেন তারেক রহমান 

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত সোমবার (৫ জানুয়ারি)

বিস্তারিত »

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

  দুর্বৃত্তরা এসেছিল বাইকে করে, প্রতিবাদে সড়ক অবরোধ রাউজানে জানে আলম সিকদার (৪৮) নামে এক যুবদল নেতা নিজের বাড়ির কাছেই দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গতকাল

বিস্তারিত »

খালেদা জিয়া পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন: কাজী মনিরুজ্জামান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন। সুযোগ-সুবিধা ও নগদ প্রণোদনা দিয়ে এ খাতের পথচলা সহজ করে দিয়েছিলেন। তার সময়েই দেশের পোশাক রপ্তানি

বিস্তারিত »

আজও বইছে ১০ জেলায় শৈত্যপ্রবাহ

একটানা সাতদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা

বিস্তারিত »

সাড়ে চুয়াল্লিশ বছর আগে যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সমাহিত করা হয়, সেই জিয়া উদ্যানে স্বামীর পাশেই শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার বিকালে

বিস্তারিত »

দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের অধিকার নির্বাচিত সরকারের

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ কিংবা বন্দর সংক্রান্ত যেকোনো দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল জনগণের ভোটে নির্বাচিত সরকারেরই থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

বিস্তারিত »

হঠাৎ বেড়েছে শীতের সবজির দাম

মাত্র তিন-চার সপ্তাহ আগেই শীতকালীন সবজির আগাম সরবরাহে দাম কমেছিল রাজধানী ঢাকার বাজারগুলোতে। এরপর অনেকটাই নাগালে চলে আসে সবজির দাম। এমনকি গত সপ্তাহেও দামে স্বস্তি

বিস্তারিত »

সিনেমার প্রধান বাজার মিসরের

মিসরের চলচ্চিত্রশিল্পের সাম্প্রতিক সাফল্য ইতোমধ্যেই আলোচনায়। বিশেষ করে বিদেশি বাজারে খুব ভালো করছেন দেশটির সিনেমা। কায়রো ইন্ডাস্ট্রি ডেজ চলাকালে কায়রো ফিল্ম কানেকশন প্রকাশিত এক প্রতিবেদনে

বিস্তারিত »