বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক, ১৪৩২, ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৭

বাংলাদেশ সুপ্রিম পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা

ফটিকছড়ি প্রতিনিধি

দুর্নীতি,অপরাজনীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধের চেতনা, সুফিবাদ ও ধর্মীয় মূল্যবোধের আলোকে, সুষম বণ্টনের মাধ্যমে বৈষম্যহীন, উন্নয়নমুলক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মিশন নিয়ে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।

বুধবার (৩ জানুয়ারি) বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ও ফটিকছড়ি আসনের প্রার্থী শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী ইশতেহারটি পাঠ করেন।

ইশতেহারে মৌলিক অধিকার যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে অঙ্গীকার করা হয়। দেশের মানুষের খাদ্যের অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ ভর্তুকি দেয়ার পাশাপাশি সিন্ডিকেট ভাঙ্গন ও ভেজালমুক্ত খাবারের নিশ্চয়তার বিষয় উঠে এসেছে।

শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে বাণিজ্য বন্ধ করে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো মানবিক ও অলাভজনক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার ব্যবস্থা নিবে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।

এছাড়াও ইশতেহারের গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার সুরক্ষার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ওপর আলোকপাত করা হয়। দলটি সন্ত্রাস-জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, মাদক, কালো টাকা, অর্থ পাচার, কালোবাজারী, অবৈধ মজুদদারী নির্মূল করতে বদ্ধপরিকর।

ইশতেহারে আরো বলা হয়েছে, জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে স্থানীয় সরকারকে শক্তিশালী এবং নারীদের সমধিকার বাস্তবায়ন করা হবে। দেশীয় জ্বালানি ও খনিজ সম্পদের ওপর রাষ্ট্রীয় মালিকানা নিশ্চিত করত প্রতিটি নাগরিক ও প্রতিষ্ঠানের বিদ্যুতের চাহিদা নিশ্চিত করা হবে। শিল্প উন্নয়নের লক্ষ্যে বিপুল শ্রমশক্তি কাজে লাগাতে শ্রমঘন ক্ষুদ্র ও মাঝারি শিল্পভিত্তিক শিল্প উন্নয়ন কৌশলের ওপর জোর দেয়া হবে। সংবিধানের আলোকে এবং আইএলও কনভেনশন অনুযায়ী শ্রমনীতি ও শ্রমিক কল্যাণে বহুমুখী পদক্ষেপ বাস্তবায়নে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) দৃঢ় সংকল্পবদ্ধ।

দেশে যোগাযোগ-ব্যবস্থার আধুনিকীকরণ, সুগম ও নিরাপদ করার লক্ষ্যে সড়ক, রেল ও নৌপথের সম্প্রসারণ ও সংস্কার বাস্তবায়ন করা হবে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় দূরদৃষ্টি সম্পন্ন পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করা হবে। উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে সর্বোচ্চ কম ক্ষয়ক্ষতি বিবেচনায় উপকুলীয় নিরাপত্তা বেষ্টনী তৈরী এবং সাগর ও নদী মোহনায় জেগে উঠা নতুন চর স্থায়ী করার প্রয়োজনে পরিকল্পিত বনায়ন কার্যক্রম ও সবুজায়ন করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে।

অগ্রাধিকার ভিত্তিতে পদ্মা বহুমুখী বাধ, কালনী-কুশিয়ারা প্রকল্প ও উপকূলীয় বাধ পুনর্বাসন প্রকল্প চালু করা, ভারত থেকে বাংলাদেশের মধ্যে প্রবাহিত ৫৪টি আন্তর্জাতিক নদ-নদীর পানি প্রবাহ ও বণ্টনে বাংলাদেশের অংশীদারিত্ব নিশ্চিত করা এবং ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প ও টিপাইমুখ বাধ স্থগিত করতে কূটনৈতিক উদ্যোগ নেয়াসহ দক্ষিণ হিমালয় অঞ্চলে যৌথ পানি সম্পদ ব্যবহার, পরিবেশ প্রকৃতি ও জীব-জৈব রক্ষায় বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করবে।

নারী নির্যাতন, যৌতুক প্রথা, এসিড নিক্ষেপ, যৌন হয়রানি, ধর্ষণ, নারী ও শিশু পাচাররোধে কঠোর কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কর্মজীবী নারীদের শিশু পরিচর্যার জন্য শিশু পরিচর্যা কেন্দ্র (চাইল্ড কেয়ার) গড়ে তোলা হবে। শিশু, যুবক, নারী ও প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নসহ প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের কল্যাণের বিষয়ে নিশ্চয়তা দেয়া হয়েছে।

জাতির শ্রেষ্ঠ সন্তান সকল মুক্তিযোদ্ধাকে ‘রাষ্ট্রের সম্মানিত নাগরিক’ হিসেবে ঘোষণা করা হবে।
এছাড়াও ক্রীড়া, সংস্কৃতি, গণমাধ্যমের স্বাধীনতা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘুর উন্নয়ন, পররাষ্ট্রনীতি এবং শান্তি ও সহাবস্থানের বিষয়ে বিভিন্ন অঙ্গীকার করা হয়। বর্তমানে বাংলাদেশে এক পক্ষ বিশিষ্ট আইন সভা রয়েছে।
প্রাদেশিক পরিষদ গঠন করে দ্বি-কক্ষ বিশিষ্ট আইন সভা গঠন এবং আঞ্চলিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু করা হবে। দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রীর পদে না থাকার বিধান থাকা; রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা। বিরোধী দল হতে স্পিকার ও ন্যায়পাল নিয়োগের প্রস্তাবে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) সংকল্পবদ্ধ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) সিনিয়র কো-চেয়ারম্যান ও চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মহসীন চৌধুরী, দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, প্রচার সম্পাদক চৌধুরী মোহাম্মদ হোসাইন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজমাঈন আসরার, চট্টগ্রাম-১০ আসনের বিএসপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ মিজানুর রহমান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এইচ এম মঞ্জুরুল আনোয়ার চৌধুরীসহ মো. কাজী শহীদুল্লাহ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সাভারে শিক্ষার্থীদের সংঘর্ষ, অগ্নিসংযোগ

ঢাকার সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। গত রোববার রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত বিরুলিয়া

বিস্তারিত »

সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা

বলিউড সুপারস্টার সালমান খান এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সৌদি আরবের রিয়াদে এক অনুষ্ঠানে মুখ ফসকে এমন কথা বললেন, যা নিয়ে তোলপাড় পাকিস্তানজুড়ে। বেলুচিস্তানকে ‘ভিন্ন দেশ’ হিসেবে

বিস্তারিত »

মাজার-দরবারে যে হামলা হয়েছে তা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে

মাজার-দরবারে যে হামলা হয়েছে তা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, সহিংসতা বন্ধ

বিস্তারিত »

বৈষম্যমূলক আচরণের ফলে বিশ্বে উত্তেজনা বেড়ে চলেছে

একতরফা সিদ্ধান্ত ও দ্বিপক্ষীয় সম্পর্কে বৈষম্যমূলক আচরণের ফলে বিশ্বে উত্তেজনা বেড়ে চলেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৮০তম

বিস্তারিত »

আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের দাবি জানালো বাংলাদেশ

জেনেভায় গৃহীত ‘জেনেভা কনসেন্সাস’ এর মধ্য দিয়ে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলনের ১৬তম মন্ত্রীপর্যায়ের শীর্ষ অধিবেশন (আঙ্কটাড ১৬) সফলভাবে সমাপ্ত হয়েছে। ২০-২৩ অক্টোবর অনুষ্ঠিত

বিস্তারিত »

থাইল্যান্ডের রানি মা সিরিকিত মারা গেছেন

  থাইল্যান্ডের রানি মা সিরিকিত থাইল্যান্ডের রানি মা সিরিকিত আর নেই। দেশটির রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, ৯৩ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। থাইল্যান্ডের রাজা

বিস্তারিত »

মির্জা ফখরুল : বিএনপি সব জাতিগোষ্ঠীকে নিয়ে ‘রেইনবো নেশন’ গড়ে তুলবে

ক্ষমতায় গেলে বিএনপি সব জাতিগোষ্ঠীকে নিয়ে ‘রেইনবো নেশন’ গড়ে তুলবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ঢাকায় ক্ষুদ্র

বিস্তারিত »

শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে দাবি না মানলে বুধবার পদযাত্রা ঘোষণা

  অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা চলতি বছরের ২৮ জানুয়ারি সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ মোট পাঁচটি দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী

বিস্তারিত »

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র 

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমি চাই চট্টগ্রাম হোক একটি ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটি, যেখানে সব ধর্ম, বর্ণ ও

বিস্তারিত »