চট্টগ্রামের ফটিকছড়িতে আগুনে পুড়ে কাপড়ের এক ব্যবসা প্রতিষ্ঠান ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতির সম্মূখীন হয়েছে ব্যবসায়ী। শুক্রবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার এসএ সিটি সেন্টারের বেবি কেয়ার নামের শিশুদের কাপড়ের দোকানে এ ঘটনা ঘটে।
জানা যায়, এসএ সিটি সেন্টারে বেবি কেয়ার নামের শিশুদের কাপড়ের দোকানে গভীর রাতে হঠাৎ আগুন দেখে স্থানীয় জনসাধারণ ছুটে আসে। পরে ফটিকছড়ি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।
দোকানের মালিক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, রাতে খবর পাই দোকানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস এবং প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততোক্ষণ সমস্ত মালামাল প্রায় পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ৩০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়েছি আমি।
পাশ্ববর্তী দোকানদার মোহাম্মদ টিটু বলেন, রাতে আমাদের মার্কেটের নৈশ প্রহরীর ফোন পেয়ে ছুটে আসি। ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ওই দোকানের সব মালামাল পুড়ে যায়।