বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন, ১৪৩২, ১৬ রবিউস সানি, ১৪৪৭

বুলবুল বললেন ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়েছি

মুক্তি৭১ ডেস্ক

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে দেশের ক্রিকেট উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণযুগের সূচনালগ্নের অন্যতম নায়ক আমিনুল ইসলাম বুলবুল।

২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষে তিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট বিভাগের সঙ্গে কাজ করেছেন। সেই অভিজ্ঞতা দেশের ক্রিকেটে কাজে লাগানোর ইচ্ছে তার। জানালেন, ক্রিকেট ডেভেলপমেন্টের প্রতি তার আকর্ষণের কথাও।

তিনি বলেন, ‘আমি ক্রিকেট ডেভেলপমেন্টের (উন্নয়নের) প্রেমে পড়েছি। যারা নির্বাচিত হয়েছেন বা হননি, সবাইকে নিয়েই আমি এগিয়ে যেতে চাই। ’

নতুন বোর্ডের পরিকল্পনা ও লক্ষ্য সম্পর্কে ধারণা দিতে তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটি নতুন বোর্ড পেয়েছি। আগামী চার বছরে বাংলাদেশের ক্রিকেটকে কোথায় দেখতে চাই, সেই পরিকল্পনা আমরা এখনই শুরু করব। আমাদের ক্রিকেটকে কীভাবে আরও সামনে এগিয়ে নেওয়া যায়, সেই লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে কাজ করব। ’

সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বুলবুল। তিনি বলেন, ‘২৫ জনের যে দল নির্বাচিত হয়েছে, তারা সবাই দেশের ক্রিকেটের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। ’

বুলবুল বিশ্বাস করেন, মাঠের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক যোগাযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নেওয়া সম্ভব হবে।

আজ (সোমবার) রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে পরিচালক পদের নির্বাচনের পর অনুষ্ঠিত হয় সভাপতি নির্বাচন। আগেই অনুমান করা হচ্ছিল, সভাপতি হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন বুলবুল। কারণ তার প্রধান প্রতিদ্বন্দ্বী তামিম ইকবাল নির্বাচনের কয়েকদিন আগে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এরপর নির্বাচনেও বুলবুলকে কেউ চ্যালেঞ্জ করেননি। ফলে একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি।

এর আগে গত ৩০ মে প্রথমবার বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। চার মাসের অন্তর্বর্তীকালীন দায়িত্ব সফলভাবে শেষ করে এবার নির্বাচনের মাধ্যমে পূর্ণ চার বছরের মেয়াদে দেশের ক্রিকেট বোর্ডের নেতৃত্বে আসলেন সাবেক এই অধিনায়ক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

বিসিবির হাল ধরলেন আবারও বুলবুল

পরিচালকদের ভোটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। সভাপতি পদে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

বিস্তারিত »

বিসিবি নির্বাচন: ‘সি’ ক্যাটাগরি থেকে নির্বাচিত পাইলট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এরইমধ্যে ফলাফল আসতেও শুরু করেছে। বিসিবি নির্বাচনে ‘সি’ ক্যাটাগরি থেকে পরিচালক পদে বিপুল ভোটে জয় পেয়েছেন জাতীয় দলের

বিস্তারিত »

বিসিবি নির্বাচনে ভোট দেননি, জানালেন তামিম

আজ সকাল থেকে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নির্বাচন। এই নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। কিন্তু আজ হঠাৎ করেই

বিস্তারিত »

ডটবলের বিশ্বরেকর্ড

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামার আগেই ইতিহাসের খুব কাছাকাছি ছিলেন মোস্তাফিজুর রহমান। ম্যাচ চলাকালেই ছুঁয়ে ফেললেন এক অনন্য মাইলফলক। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক ডট বলের বিশ্বরেকর্ড

বিস্তারিত »

আজকের ৫ অক্টোবর, ২০২৫খেলা দেখুন টিভিতে

ক্রিকেট জাতীয় ক্রিকেট লিগ, টি-টোয়েন্টি চট্টগ্রাম-সিলেট সরাসরি, সকাল ১০টা টি স্পোর্টস টিভি খুলনা-ঢাকা সরাসরি, দুপুর ২টা টি স্পোর্টস টিভি নারী ওয়ানডে বিশ্বকাপ ভারত-পাকিস্তান সরাসরি বিকাল

বিস্তারিত »

অ্যাডিলেড টেস্টে নেই হ্যাজেলউড 

বাঁ-দিকে লো গ্রেডের ইনজুরির কারণে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে গোলাপি বলের টেস্টে খেলতে পারবেন না জশ হ্যাজেলউড। ক্রিকেট অস্ট্রেলিয়া শনিবার (৩০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে।

বিস্তারিত »

ইংল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ও এই ফরম্যাটের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয় অধরাই থেকে গেল বাংলাদেশের মেয়েদের। জয়ে

বিস্তারিত »

তৃতীয় বিভাগ ফুটবলে এগিয়ে গেল কল্লোল সংঘ গ্রীন ও সিটি টাইগার

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) ও জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত চলমান তৃতীয় বিভাগ ফুটবল লিগে সুপার ফোর পর্বের খেলা রবিবার (২৮ জুলাই) থেকে নগরের এম

বিস্তারিত »

প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে নামছে টাইগ্রেসরা

নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ। শুক্রবার (২৫ জুলাই) রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে বেলা ২:৩০টায় নামছে বাংলাদেশ দল। গ্রুপ ‘এ’ থেকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানসহ

বিস্তারিত »