মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন, ১৪৩২, ২১ রবিউস সানি, ১৪৪৭

আলবিদা ২০২৪

মাশফিকুল ইসলাম খান

২০০৭ সালে মুক্তি পাওয়া লাইফ ইন এ মেট্রো ছবির আলবিদা শিরোনামের গানের লাইন এটি। (উল্লেখ্য বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী জেমসের গাওয়া)। সত্যিই তো আর মাত্র কয়েক ঘণ্টা, মিনিট ও সেকেন্ডের ব্যবধান শুধু। রাত বারোটায় বিভিন্ন আলোর রোশনায় আতশবাজিতে রাতের আকাশটা রঙিন হয়ে উঠবে। কিন্তু ১১:৫৫ মিনিটে ২৪ শেষবারের জন্য আমাদের সামনে এসে দাঁড়াবে। আর মাত্র কিছুক্ষণ তারপরে এক নতুন বছর নতুন আশা ও স্বপ্ন নিয়ে ২৫ আমাদের দ্বারপ্রান্তে। কিন্তু সেই মাহেন্দ্রক্ষণে জীবন যুদ্ধের এক প্রান্তে আমি বা আপনি অন্যদিকে ২৪।

২৪ আমাদের আলবিদা জানাচ্ছে। বিদায় হে বন্ধু বিদায়। ২৪ হয়তো মুচকি হেসে আলবিদা গানের বুলি আওড়াবে ‘কেয়া সোচা অর কাহা আলবিদা’। ব্যস্ত এই দুনিয়ায় ২৪ কে বিদায় দেওয়ার সময়টুকু আমাদের নেই আমরা ব্যস্ত আরেকটি বছরকে বরণ করে নেওয়ার জন্য। ভেবে দেখুন আমার মত আপনিও কত আশা ও স্বপ্ন নিয়ে এবছর পথ চলা শুরু করেছিলেন। চলতে চলতে পথে আমাদের কত সাফল্য এসেছে এবং সেই সাথে ব্যর্থতা ও এসেছে বটে। কিন্তু বছর শেষে অপ্রাপ্তিগুলো যেন মনটাকে বিষন্ন করে তোলে কি পেলাম আর কি হারালাম।

সৃষ্টিকর্তা মহান আল্লাহর রহমতে আমরা অনেকে অনেক কিছু পেয়েছি সেই সাথে চলার পথে অনেক আপনজন কাছের মানুষদেরও হারিয়েছি। এরাই সেই মানুষ যারা অন্তহীন যাত্রায় আমাদের সঙ্গ ছেড়ে দিয়েছে। ২৪ যেন এক আহত সৈনিক সে আমার দিকে তাকিয়ে আমাকে বলছে আমি তোমাদের থেকে বিদায় নিতে এসেছি। ২৪ কে কেমন যেন রক্তাক্ত মনে হল। সে অভিমানের সুরে বলতে লাগলো থামাতে পারলে কি তোমরা ফিলিস্তিনের আর ইসরাইলের যুদ্ধ? পারলে কি স্বাধীনতা কামি মানুষদের মুক্তি দিতে।

লাঘব করতে পারলে কি মজলুমদের আর্তনাদ ।গাজায় ছোট্ট শিশুটির রক্তের দাগ আজও শুকায়নি, ভুলে কি যাও শহীদ হওয়া সেই সন্তানদের যারা আগামীর সুন্দর বাংলাদেশ চেয়েছিল। তবে কিসের এত আয়োজন কেন আজ এই বিষাদের আকাশকে আজ তোমরা এত রঙিন করে তুলছো? নিজের অন্তরকে প্রশ্ন করে উপলব্ধি কর সত্যিই কি এই পৃথিবী শান্তিতে আছে? আমি নিশ্চুপ কিছুই বলে উঠতে পারিনি তাকে।

সত্যিই তো ২৪ তো এক ইতিহাস। অন্তত বাংলাদেশের প্রেক্ষিতে তা বটেই। ২৪ যেন ইতিহাসের পাতায় এক মুকুট বিহীন ট্রাজেডি রাজকুমার। সত্যিই তো আমরা গাঁজায় সেই ছোট্ট শিশুটির কষ্ট উপলব্ধি করতে পেরেছিলাম, যে বলছিল তার সাথে তার ছোট ভাইয়ের জান্নাতে দেখা হবে। পেরেছে কি? পারিনি।

নিউক্লিয়াস কে কেন্দ্র করে ইলেকট্রন যেমন ঘুরছে তেমনি ঘূর্ণায়মান পৃথিবীতে আমরা এক সার্কেলে পড়ে গেছি কোথায় গিয়ে থামবো কেউ জানিনা। কিন্তু মানুষ আজও আশা দেখে কারণ ওটা নিয়েই তো বেঁচে থাকা।
জীবনটা যেন আসলে ক্রিকেট খেলার মত এখানে আমরা সকল সমস্যাকে ‘রাহুল দ্রাবিড়ের’ মতো ডিফেন্ড করে যাচ্ছি, কিন্তু পিচে টিকে থাকাটাই আসল। এ যেন এক টেস্ট ম্যাচ। খেলাই যেমন সেঞ্চুরি করে প্লেয়ার প্যাভিলিয়নে ফিরে যায় কিন্তু পরের ম্যাচে তাকে শূন্য থেকে শুরু করতে হয় মানুষও তেমন শূন্য থেকে শুরু করবে এক নতুন লক্ষ্যে।

হ্যাঁ ঠিক কালকে এক নতুন সকালেই আবারো কোন এক চায়ের দোকানদার তার দোকান খুলবে, ফুলের দোকানে ফুল সাজানো হবে, ছোট বাচ্চাটির হাত ধরে বাবা তাকে স্কুলে নিয়ে যাবে, রিক্সাওয়ালার প্যাডেল ছুটবে, গাড়ির চাবিটা আলতো করে ঘুরাবে ট্যাক্সিওয়ালা, মুচি সাই করে জুতো পালিশ করবে, মক্তব থেকে শুনতে পাব কুরআনের তেলাওয়াত, আবার কোন এক ব্যর্থ প্রেমিককে অবসাদ ঘিরে ধরবে, বন্ধুদের আড্ডা হাসিতে মেতে উঠবে আড্ডার স্থান, গোলাপ হাতে প্রেমিক দাঁড়িয়ে থাকবে তার প্রেয়সী অপেক্ষায়।

সবই চলতে থাকবে। তবে যে রোশনাই এর আলোতে আমরা আকাশকে রঙিন করেছি তা ছড়িয়ে দিতে হবে মানুষের মনে। ছড়িয়ে দিতে হবে মানবিকতার আলো। জাত -পাত নির্বিশেষে আমরা সবাই এক কারণ সৃষ্টিকর্তার কাছে কারোর কোন ভিন্ন পরিচয় থাকে না। আমরা সবাইকে যে এক ।

ওই দূরে সূর্যটা অস্ত যাচ্ছে কিছুক্ষণ পর আর দেখা যাবে না কালের পরিক্রমায় আমরাও হারিয়ে পরবো এই সূর্যের মতো। আজ ২৪ আমাদের থেকে বিদায় নিচ্ছে একদিন আমরা হয়তো বিদায় নেব এই পৃথিবী থেকে।

ওস্তাদ নুসরাত ফাতেহ আলী খান সাহেবের কাওয়ালীর লাইনে যেমন বলা হয়েছে ‘আলবিদা হো গেয়ে দেখতে দেখতে’। সূর্যটা মেঘের আড়ালে ধীরে ধীরে ঢেকে পড়ছে ২৪ ও চলে যাচ্ছে মনে হল সে যেন রবীন্দ্রনাথের কবিতার লাইনের মত বলছে –

ফিরিবার পথ নাহি
দূর হতে দেখো চাহি
পারিবে না ছিনিতে আমায়
হে বন্ধু, বিদায়।
আলবিদা ২৪ তুমি থেকে যাবে ইতিহাসের এক অখন্ড অংশ হয়ে।
সকলকে শুভকামনা। সুন্দর, সুস্থ এবং শান্তির হোক আমাদের আগামী বছর ২০২৫।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

নিয়মিত জামায়াতে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেলো ২৬ শিক্ষার্থী

কিশোরগঞ্জের মিঠামইনে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করায় ২৬ শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। গত শনিবার (১১ অক্টোবর) বিকেলে মিঠামইন জিরো পয়েন্টে মহিষারকান্দি যুবসমাজের

বিস্তারিত »

দীপিকার বদলে আলিয়া

বলিউডের জনপ্রিয় মেগাবাজেট সিনেমা ‘কাল্কি ২৮৯৮ এডি’ মুক্তি পেয়ে ভালোই ব্যবসা করেছিল। সেই সাফল্যে ছবিটির সিক্যুয়াল তৈরি হচ্ছে। তবে কাজ শুরুর আগে শুরু হয় নায়িকা

বিস্তারিত »

সোমবার ইসরায়েলে যাচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সফর নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের চ্যানেল ১২ টেলিভিশন নেটওয়ার্ক। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টার

বিস্তারিত »

আতাউর রহমান খান কায়সার : বুদ্ধিবৃত্তি দিয়ে আওয়ামী লীগকে সমৃদ্ধ করেছেন

রাজনৈতিক নেতাদের মধ্যে তিনি একজন Knowledgeable মানুষ ছিলেন। রাজনীতিকের বুদ্ধিজীবী হতে বাধা নেই। রাজনীতিওত এক ধরনের বুদ্ধিবৃত্তির চর্চা। যদিও বহুদিন থেকে বাংলাদেশের রাজনীতিতে বুদ্ধিবৃত্তির পরিবর্তে

বিস্তারিত »

মুক্তিযুদ্ধে পটিয়ার বৃহৎ অপারেশন জিরি মাদ্রাসা, গুলিবিদ্ধ হন ইউসুফ

৭১ -এর মুক্তিযুদ্ধে পটিয়ায় মুক্তিযোদ্ধারা একটি বড় ধরণের অপারেশন করেন জিরি মাদ্রাসায়। উক্ত মাদ্রাসা ছিলো মুজাহিদ বাহিনীর ঘাঁটি এবং প্রশিক্ষণ কেন্দ্র। সেখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত রাজাকার

বিস্তারিত »

মেতেছে চট্টগ্রাম ফানুস উৎসবে

কোনোটাতে আবার বৌদ্ধ যুব সংগঠনের নাম। এ রকম নানা থিমের, বৈচিত্র্যময় নকশার ফানুস উড়েছে নন্দনকানন ডিসি হিল সংলগ্ন বৌদ্ধ মন্দির থেকে। ফানুসের আলোতে রঙিন হয়ে

বিস্তারিত »

ইসির একার পক্ষে নির্বাচন সামাল দেওয়া সম্ভব হবে না : সিইসি

জাতীয় নির্বাচন, জাতীয়ভাবেই করতে হবে। ইসির একার পক্ষে সবকিছু সামাল দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিস্তারিত »

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন- মেরি ই. ব্রাঙ্কো, ফ্রেড র‌্যামসডেল ও শিমন সাকাগুচি। ইমিউন সিস্টেমের মৌলিক প্রক্রিয়া ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ সম্পর্কিত গুরুত্বপূর্ণ

বিস্তারিত »

রাজনীতির বরপুত্র, সফল নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী

চট্টগ্রামের রাজনীতির একটি বর্ণাঢ্য আকর্ষক চরিত্র মাহমুদুল ইসলাম চৌধুরী। তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া, চট্টগ্রামের অভিভাবক সংস্থা পৌর কর্পোরেশনের একবার প্রশাসক ও একবার মেয়র, দেশে

বিস্তারিত »