৫৫ লাখ লিটার সয়াবিন তেল, ২০ হাজার টন চিনি ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার। দেশীয় প্রতিষ্ঠান বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্ট লিমিটেড, মেঘনা সুগার রিফাইনারি ও নাবিল নাবা ফ্রুটস লিমিটেড থেকে সয়াবিন, চিনি ও ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে।
বুধবার (২৭ নভেম্বর) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই সভায় তা অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন হয়। যেখানে লিটার প্রতি ১৬৬ টাকা হিসাবে ব্যয় ধরা হয়েছে ৯১ কোটি ৩০ লাখ টাকা।
এছাড়া স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ২০ হাজার মেট্রিকটন টন চিনি (৫০ কেজির বস্তায়) ক্রয়ের প্রস্তাব অনুমোদন হয়েছে। ১১৫.৮৫ ও ১১৬.৮৫ টাকা কেজি হিসাবে মোট ব্যয় ধরা হয়েছে ২৩২ কোটি ৭০ লাখ টাকা।
এছাড়াও স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার। যেখানে ৯৭ টাকা ৯৭ পয়সা কেজি হিসাবে মোট ব্যয় হবে ৯৭ কোটি ৯৭ লাখ টাকা।