চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে কাভার্ডভ্যান চাপায় রাশেদ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ফ্লাইওভারের শুলকবহর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাশেদ (৩২) বন্দর থানাধীন নিউমুরিং বড়পুল এলাকার মৃত হাসানের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, মোটরসাইকেল আরোহী রাশেদ ফ্লাইওভার থেকে নামার সময় অসাবধানতাবশত পড়ে যায়। এসময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচলাইশ থানার এসআই নুরুল আমিন বলেন, নিহত রাশেদের লাশ চমেকে রাখা আছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের হস্তান্তর করা হবে। চাপা দেওয়া কাভার্ডভ্যানটি আমরা খুঁজছি।