খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ঐতিহ্যবাহী বোয়ালখালী দশবল বৌদ্ধ রাজ বিহারে ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথেরোর (গুরু ভান্তে) ৩০ তম উপসম্পদা দিবস, পবিত্র ভিক্ষু সীমাঘর পুনঃপ্রতিষ্ঠা এবং আচারিয়া পূজা ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপন করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) সকালে কেক কেটে প্রদীপ প্রজ্জ্বলন মাধ্যমে দিনব্যাপি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এ ছাড়াও কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধ প্রতিবিম্ব দান, সংঘ দান অষ্টপরিস্থার দান, কল্পতরু দান, সহস্র প্রদীপ দান ও আকাশ প্রদীপ দান।
দিনব্যাপি সদ্ধর্মালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রদ্ধালংকার মহাথেরো। শান্তি লোচন চাকমা সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘের সাংগঠনিক সম্পাদক নীমল জ্যোতি মহাস্থবির, লোকমিত্র থেরো, বুদ্ধদত্ত মহাথেরো, বিপুল জ্যোতি মহাথেরো, সাবেক খাদ্য নিয়ন্ত্রক মনি কৃষ্ণ চাকমা প্রমুখ।
প্রধান অতিথি শ্রদ্ধা লংকার মহাথেরো বলেন, আমি এই বোয়ালখালী দশবল বৌদ্ধ রাজবিহারে ১৯৬৫ সালে একজন পঞ্চম শ্রেণী শিক্ষার্থী হিসাবে তৎকালীন অধ্যক্ষ বর্তমান সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথেরোর শিষ্যত্ব গ্রহণ করে আজ এই পর্যন্ত চলে এসেছি । তিনি সাম্য মৈত্রী মানবিক হওয়ার জন্য সকলকে আহ্বান জানান।
তিনি বলেন, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে নিজের মত সকলকে ভালোবাসতে পারলে ব্যক্তি, সমাজ দেশ জাতির মঙ্গল আসবে। অনুষ্ঠানে রাঙ্গামাটি, খাগড়াছড়িসহ জেলার নানা বিহার থেকে শত শত ভিক্ষু সংঘ ও হাজারো পুণ্যার্থী, দায়ক-দায়িকা যোগদান করেন।