গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সালমা খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, মাটির মায়া রিসোর্টে পিকনিকে যাওয়ার সময় সকালে শ্রীপুর উপজেলার উদয়খালি এলাকায় পিকনিকের বাসের ভেতর বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থী মৃত্যু হয়। এ ঘটনার পরপর গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ছয়টি দোতলা বাস, তিনটি মাইক্রোবাস নিয়ে ৪৬০ জন শিক্ষক-শিক্ষার্থী নিয়ে শ্রীপুরের মাটির মায়া রিসোর্টে পিকনিকের উদ্দেশ্যে সকালে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়। সকাল সাড়ে ১০টার দিকে উদয়খালী এলাকায় পৌঁছালে রাস্তার পাশে বৈদ্যুতিক তারের সঙ্গে একটি বাসের বিদ্যুৎ স্পর্শ হয়। এতে ছয় শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদের মধ্যে তিনজনের মৃত্যু যায়। এ সময় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। বাংলানিউজটোয়েন্টিফোর.কম