চট্টগ্রামের ফটিকছড়িতে পিকআপ- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলহাজ্ব হাফেজ ফয়েজ আহমদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের উপজেলার রশিদা পুকুর পাড়স্থ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফয়েজ আহমদ নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আতাউল্লাহ পাড়ার (ফতেআলী সওদারগর বাড়ি) মরহুম ফতেআলী সওদারগরের পুত্র।
জানা যায়, পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে গুরুতর আহত হাফেজ ফয়েজ আহমদকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আদিল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।