চট্টগ্রামের বোয়ালখালীর কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আইল্ল্যার অউন ফোয়ানি উৎসব। শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করে কধুরখিল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘বন্ধু মহল’।
সুব্রত দত্ত রাজু’ সঞ্চালনায় উৎসবটি উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম।
এতে বক্তব্য রাখেন আবু সুফিয়ান, মোহাম্মদ কবির, কাজী আল আমিন যাবের ছাবেরী, আলী আকবর, সাংবাদিক ডা. প্রভাস চক্রবর্ত্তী, রাজু দে, পূজন সেন, সৈয়দ মোহাম্মদ আলী, মোহাম্মদ আশরাফ, সুব্রত মহাজন, মো.নাছের, আবুল কালাম আজাদ, জসিম উদ্দিন ও শাহাদাৎ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন এটি লোকজ উৎসব। গ্রাম বাংলার সংস্কৃতিক কর্মকাণ্ড এখন নেই বল্লেই চলে। তাই এসব সংস্কৃতি কর্মকাণ্ড আমাদের ধরে রাখতে হবে।