আবারো রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে রেলপথ, নৌ-পরিবহন মন্ত্রণালয়সহ ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়।
সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটির নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
সরকার দলের এই এমপি একাদশ সংসদেও এ কমিটির সভাপতি ছিলেন। এ কমিটিতে তিনজন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন।
কমিটির সদস্য হিসাবে রয়েছে ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (জিল্লুল হাকিম) সদস্য বিদায়ী রেলপথ মন্ত্রী,নুরুল ইসলাম সুজন (পঞ্চগড়-২), সরকার দলের এমপি শফিকুল ইসলাম শিমুল (নাটোর-২), শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪),গোলাম ফারুক খন্দকার প্রিন্স (পাবনা-৫)। অপরদিকে স্বতন্ত্র সংসদ সদস্যরা হলেন ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু (নেত্রকোনা-৩), স্বতন্ত্র সাইফুল ইসলাম (ঢাকা-১৯) ও শফিকুর রহমান (রাজশাহী-২) ।
এদিকে প্রথমবারের মতো সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সন্দ্বীপের মাহফুজুর রহমান মিতা। নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে তাঁকে। এই কমিটিতে সদস্য রাখা হয়েছে চট্টগ্রাম-১১ আসনের চারবারের এমপি এম এ লতিফকে।
টেকনাফের বদির স্ত্রী কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহিন আক্তারকে যুক্ত করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসাবে। চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য (সীতাকুণ্ড) এস এম আল মামুন পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যের পদ, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে, বান্দরবানের বীর বাহাদুর উশৈসিংকে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি, জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে চট্টগ্রাম-১২ (পটিয়া) মোতাহেরুল ইসলাম চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে চট্টগ্রাম-১০ আসনের মহিউদ্দিন বাচ্চু ও কক্সবাজার-২ আসনের আশেকুল্লাহ রফিককে, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে বাঁশখালীর এমপি মুজিবুর রহমান সিআইপিকে সদস্য করা হয়েছে। কক্সবাজারের আশেক উল্লাহ রফিককে সংসদ কমিটিতেও সদস্য পদে রাখা হয়েছে।