চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, মাঠে খেলাধুলা হলেই সুন্দর সমাজ গড়ে উঠবে।
চট্টগ্রাম নগরের হালিশহর হাউজিং এস্টেট মাঠে অনুষ্ঠিত সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আফছারুল আমীন স্মৃতি লিভো-ইউনিফাইন উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি মাঠটি সংস্কারের আশ্বাস দেন।
হালিশহর ফ্রেন্ডস ইউনিক সোসাইটি (হাফুস)এর আয়োজনে ও ফিরোজ ব্রাদার্সের পৃষ্ঠপোষকতায় সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন , চসিক কাউন্সিলর ও দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি প্রফেসর মো. ইসমাইল , আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক এরশাদুল আমীন, ফজলুল হাজরা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. মো. আরিফুল আমীন, প্রয়াত মন্ত্রী ডা. আফছারুল আমীনের বড় ছেলে ফয়সাল আমিন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন সহ-সভাপতি আ.ন.ম ওয়াহিদ দুলাল, চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এবাদুল হক লুলু, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইলিয়াস, মফিজুল ইসলাম, হাফুসের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন ভূঁইয়া।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব রেজাউল করিম ভুট্টোর সঞ্চালনায় ফাইনাল খেলায় দিপবাইকিং, আগরাজ অটোকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলের টিম ম্যানেজার ও খেলোয়ারদের হাতে নগদ অর্থসহ ট্রফি তুলে দেন।