ট্রেনের ইঞ্জিনের ক্লিপ ভেঙে সীতাকুণ্ডে বিচ্ছিন্ন হয়ে পড়েছে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী মহানগর এক্সপ্রেসের ট্রেনের ১৪টি বগি। এ সময় বগি রেখে ইঞ্জিনটি দুই কিলোমিটার চলে যায়। এতে তিন ঘন্টারও বেশি সময় ধরে ট্রেনের যাত্রীরা ওই এলাকায় আটকা পড়ে দুর্ভোগ পোহালেও কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ২টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার উত্তরে ইয়াকুব নগর এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রেনে যাত্রীরা জানান, সীতাকুণ্ডের ইয়াকুবনগর গ্রাম অতিক্রমকালে হঠাৎ করে বিকট শব্দে ইঞ্জিনের ক্লিপ ভেঙে বগিগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ট্রেনে থাকা যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই জহিরুল জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী মহানগর এক্সপ্রেসের ইঞ্জিন বগির ক্লিপ হঠাৎ ভেঙে গেলে ট্রেনের ইঞ্জিনটি দূরে চলে যায়। তবে এর পর চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে অপর একটি ইঞ্জিন আসার পর ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।