চট্টগ্রামের বোয়ালখালী জ্যৈষ্ঠপুরা যুব সংঘের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) বিকাল ৩ টায় জ্যৈষ্ঠপুরা ইসলামিয়া হামিদিয়া সিনিয়র মাদ্রাসায় মাঠে সংগঠনের প্রবাসী সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতায় এ কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি মোজাম্মেল হক বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মোকারম।
সাধারণ সম্পাদক এম ইউনুচ আজম খোকনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী যুবলীগ আহ্বায়ক শাহাদাত হোসেন, মাওলানা ক্বারী নুরুচ্চাফা, মো. আলা উদ্দীন, আব্দুল হক, মুসলিম উদ্দীন, মামুনুর রশীদ মামুন, মো. এরশাদ সওদাগর, সেলিম উদ্দীন, বদিউল আলম, ইঞ্জিনিয়ার সোহেল, আবু সুফিয়ান, ফারুক আজম, মো.বাবুল, আজিম উদ্দীন পিয়ারু, মো.মহিউদ্দিন, ইব্রাহীম মানিক, রুবেল বড়ুয়া, রাজীব বড়ুয়া, কোরবান আলী, জয়নাল আবেদীন সুমন, আমান উল্লাহ আমান, মিনহাজ বাবু, মো.মোস্তফা, কাজী রাশেদ প্রমুখ।