প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন যে মন্ত্রিসভা গঠন হতে যাচ্ছে, তাতে যোগ দেওয়ার জন্য চট্টগ্রাম থেকে ডাক পেয়েছেন ড. হাছান মাহমুদ ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবারও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন তাতে সন্দেহ নেই। তবে এবার বড় চমক হচ্ছেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। ক্লিন ইমেজের এই রাজনীতিবিদ উপমন্ত্রী থেকে এবার পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন। তবে বাদ পড়েছেন গেলবারের ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
অপরদিকে তিন পার্বত্য জেলা থেকে এবার প্রতিমন্ত্রী হচ্ছেন খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
জানা গেছে, কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন। খাগড়াছড়ি থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বুধবার রাতে গণমাধ্যমকে জানান, আমাকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করা হয়েছে প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, নতুন মন্ত্রিসভায় স্থান দেয়ার জন্য।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রথমে প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।
নতুন মন্ত্রিসভা শপথ নিলে তারাই হবে দেশের নতুন সরকার। এ মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী থাকছেন।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় অর্জন করেছে আওয়ামী লীগ।